জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পদ্ম ফুলে বসিয়ে মেয়েকে স্নান প্রীতির! ঘরোয়া অনুষ্ঠানেই অন্নপ্রাশন পালন ছোট্টো আয়রা’র

রাহুল মজুমদার (Rahul Majumdar)প্রীতি বিশ্বাস (Prity Biswas), টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল তারকা জুটি। ছোট বড় তার জনপ্রিয় এই দুই তারকার বিয়ে হয়েছে ২০২০ সালে। দেখতে দেখতে হেটে গিয়েছে পাঁচ বছর। কিছুদিন আগে আবার ২ থেকে ৩ হয়েছে তাঁদের সংসার, পূর্ণতা পেয়েছে তাদের জীবন।

রাহুল-প্রীতির বাবা-মায়ের কর্তব্য কর্তব্য শুরু হয়েছে কয়েকমাস আগে থেকেই। সময় যেন বয়ে যায় জলের মতো, তাই এই তারকা জুটির মেয়েরও বয়স পা দিল সাত মাসে। আর সেই উপলক্ষেই ধুমধাম করে পালন হচ্ছে একরত্তির অন্নপ্রাশন।

Prity Biswas, Rahul Majumder, tollywood, প্রীতি বিশ্বাস, রাহুল মজুমদার, টলিউড

অন্নপ্রাশনের এক ঝলক ইতিমধ্যেই অভিনেত্রী পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, একটা বড় পদ্মের মধ্যে রাহুল ও প্রীতি তাদের মেয়েকে ধরে স্নান করিয়ে অন্নপ্রাশনের উপাচার পালন করছেন। দুধ ও ফুলে ভরে রয়েছে সেই পাত্র। গত বছরের আগস্ট মাসে ভূমিষ্ঠ হয়েছে তাঁদের মেয়ে। মেয়ের নাম আয়রা।

এদিন ভিডিওটি প্রীতি সোশ্যাল মিডিয়া পোস্ট করা মাত্রই অসংখ্য নেটিজেনদের ভালোবাসা পেয়েছে ছোট্ট আয়রা। ভিডিওতে দেখা গেছে রাহুলের পরনে রয়েছে পায়জামা-পাঞ্জাবি এবং প্রীতির পরনে রয়েছে হলুদ রঙের শাড়ি। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের লক্ষ্মীর মুখেভাত’।

প্রসঙ্গত, এর আগেও রাহুল প্রীতিকে তাঁদের মেয়েকে নিয়ে ভিডিও বানাতে দেখা গেছে। এমনকি, একরত্তিকে নিয়ে নানান জায়গায় ঘুরতে যাওয়ার ফটো মাঝেমধ্যে দেখা যায় সমাজ মাধ্যম। সবটা মিলিয়ে এই মুহূর্তে এখন জমজমাট মজুমদার পরিবার। দর্শনা বণিক থেকে শুরু করে রাহুল ও প্রীতির অনেক সহকর্মীরাই তাদের এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন।

Piya Chanda