জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ও আমার ভীষণ বড় সাপোর্ট, আমার জীবনে সব থেকে বড় বন্ধু!” স্ত্রী অপরাজিতাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ঋত্বিক

ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty’s) , বর্তমানে টলিপাড়া থেকে নেট দুনিয়া প্রায় সব জায়গাতেই সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে সমালোচিত হতে দেখতে পাওয়া যাচ্ছে এই অভিনেতাকে। গত বছর দেবের খাদান এর সঙ্গে পাল্লা দিয়ে মুক্তি পেয়েছিল ঋত্বিক চক্রবর্তী অভিনীত সন্তান। আর সেই সময় থেকেই শুরু হয় নানান তর্ক-বিতর্কের। অবশ্য সমালোচকদের মন্তব্য সেই অর্থে অভিনেতাকে প্রভাবিত করে তুলতে পারেনি।

অন্যদিকে, আগামী আর কিছুদিনের মধ্যেই একই সঙ্গে মুক্তি পেতে চলেছে ঋত্বিক অভিনীত দুটি সিনেমা। ‘অপরিচিত’ এবং ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে প্রেক্ষাগৃহে। এমন সময় আবারও অভিনেতার দেওয়া এক ইন্টারভিউ বেশ ভাইরাল হয়ে উঠেছে নেট পাড়ায়।

কথায় আছে, ‘প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারী থাকে’ অভিনেতার এই ইন্টারভিউয়ের মাধ্যমে এই কথায় প্রকাশ পেয়েছে তাঁর মন্তব্য। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রীয়ের ঠিক কতটা সাপোর্ট তাঁর জীবনে রয়েছে জিজ্ঞাসা করায় তিনি বলেন, ” ভীষণ বড় সাপোর্ট, আমাদের দুজনেরই মনে হয় একে অপরের খুব বড় সাপোর্ট। সবচেয়ে কাছের বন্ধু এবং আমরা একে অপরের সঙ্গে এতদিনের পরিচিত। ঘটনাচক্রে আমরা একই পেশায় আছি, এটা আমাদের কাজ”। এই কথার মাধ্যমে অভিনেতা স্পষ্টভাবেই দর্শকদের বুঝিয়ে দিলেন ঋত্বিক এবং অপরাজিতা অর্থাৎ তাঁর স্ত্রী একে অপরের পরিপূরক।

অভিনেতা নিজের জীবনের আরও কিছু কথা শেয়ার করে বলেন, ” আমরা মানসিকভাবে অনেক বিষয়কে একরকমভাবে ভাবি আবার অনেক বিষয়ে একরকমভাবে ভাবি না”। সাংসারিক জীবনে ঝগড়া হওয়া নিয়ে জিজ্ঞাসা করাতে ঋত্বিক বলেন, অবশ্যই তাদের মধ্যে ঝগড়া হয়, বলেন ‘ঝগড়া হয় রোবট নাকি’। অভিনেতা এও বললেন, ‘ঝগড়া মানেই কু-যুক্তিকে খুব সুন্দর ভাবে মেলে ধরা’।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।