গতবছরের শেষের দিক থেকে শোনা যাচ্ছিল বাংলা ধারাবাহিক জগতে আসতে চলেছে একগুচ্ছ নতুন সিরিয়াল (Serial)। অবশ্য সেই কথা মতই একের পর এক নতুন সিরিয়ালের প্রমো দেখতে পাওয়া যাচ্ছে টিভির পর্দায়। ইতিমধ্যেই, স্টার জলসা এবং জি বাংলার দুটি সিরিয়ালের নতুন প্রোমো এসেছে দর্শকদের কাছে।
আগামী দিনে স্টার জলসায় আসতে চলেছে ‘চিরসখা’ এবং জি বাংলায় আসতে চলেছে ‘তোমাকে ভালোবেসে’ নামের দুটি সিরিয়াল। যদি এমন অনেক সিরিয়াল রয়েছে যা কিনা দর্শকদের খুবই পছন্দের আবার অনেক সিরিয়াল এমনও রয়েছে তার গল্প মোটেই পোশায় না দর্শকদের। এর মধ্যেই বেশ কয়েকদিন আগে শোনা যাচ্ছিল জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে আসতে চলেছে নতুন চরিত্র।
নতুন চরিত্র ‘জগদ্ধাত্রী’তে আসত দুর্গার নায়কের চরিত্রে। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে ওই একই প্রোডাকশন হাউসের মাধ্যমে সেই নায়ক কে আনা হচ্ছে নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে। অভিনেতার নাম ইন্দ্রনীল চ্যাটার্জী। না, রুবেল নয়, দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জীকে। নিম ফুলের মধুতেই রয়েছেন অভিনেতা রুবেল দাস। উল্লেখ্য, ‘নায়িকা নং 1.’-এর পরে আবার সেই একই প্রোডাকশন হাউসের হাত ধরে এই অভিনেতা।
আরও পড়ুনঃ দিতিপ্রিয়া-শনের নতুন যাত্রা! ছোট পর্দায় এবার রানী’মার নায়িকা হয়ে ফিরছেন রোশনাইয়ের নায়ক?
ধারাবাহিক জগতে আসছে নতুন গল্প, নাম ‘শোলক শাড়ি’। এই ধারাবাহিকে দুই বোনের জীবনের গল্প তুলে ধরা হবে টেলিভিশনের পর্দায়। যেখানে এক বোন নিজের হাতে শাড়ি তৈরি করে রোজকার করছে, অথচ তাদের ভাগ্যে কিছুই নেই। সান বাংলার এই আসন্ন ধারাবাহিকে খানিকটা জীবন সাথী ধারাবাহিকের মতন। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে নবাগতা সুকন্যা চক্রবর্তীকে। এই খবর পাওয়া মাত্রই সিরিয়াল প্রেমীদের মুখে হাসি ফুটেছে।