জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই একদম স্মার্ট নয়, কটাক্ষ জুটে ছিল কলকাতায়! সমস্ত বাধা পেরিয়ে আজ সফল নায়িকা খেয়ালী

খেয়ালী মন্ডল (Kheyali Mondal), বাংলার টেলি জগতের অন্যতম পরিচিত মুখ। এই অভিনেত্রী ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে জগতে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে, জি বাংলায় ‘মিলি’ ধারাবাহিককে অভিনয় করলেও মূলত তাঁর প্রথম সিরিয়ালের মাধ্যমেই বাংলার দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।

বলাই বাহুল্য, বর্তমানে আজ থেকে সান বাংলায় শুরু হতে চলেছে খেয়ালীর আরেকটি সিরিয়াল, নাম ‘পুতুল টিটিপি’। অভিনেত্রীর বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সায়েদ আফরিন’কে। এই সিরিয়ালে মূলত দেখা যাবে অভিনেত্রীকে তাঁর পড়াশোনার জন্য নানা কটাক্ষের শিকার হতে হয় সমাজের কাছে।

এক কথায় বলা যায় পর্দার পুতুল অর্থাৎ খেয়ালী কোথাও যেনো মিল পায় নিজের মায়ের বাস্তবিক জীবনের সঙ্গে। প্রকাশ্যে অভিনেত্রী প্রথমবার এই কথা ভাগ করে নিলেন সকলের সঙ্গে। খেয়ালীর কথায় গ্রামের খুব নিম্নবিত্ত পরিবারের সাধারণ ঘরের মেয়ে তিনি। গ্রামেই তাঁর বড় হয়ে ওঠা।

পরবর্তীকালে কাজের জন্য কলকাতায় চলে আসতে হয় তাঁকে। তবে কলকাতা এসে প্রাথমিকভাবে মানিয়ে নিতে অসুবিধে হলেও তা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। অভিনেত্রী বলেন মাত্র ১০ বছর বয়সে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ শুরু করেন তিনি।

খেয়ালী বলেন, “তখন আমি এতটা স্মার্ট ছিলাম না। এখন হয়তো কাজ করতে করতে কিছুটা কথা বলতে শিখেছি। সেই সময় আমাকে কয়েকজন সমানে বলতেন তোর দ্বারা কিছু হবে না, তুই একদম স্মার্ট না। অনেকে তো বলত, দেখিস পরের বছর আমি স্পটলাইটে থাকব আর তুই নিজেকে খুঁজেও পাবি না। আর আজ তারাই আমাকে আমার কাজের জন্য শুভেচ্ছা জানায়”। অভিনেত্রী এর সঙ্গে আরো জানান, “আমার জন্য আমার মাকেও অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু নিজের পরিশ্রম ও ইচ্ছেশক্তির জোরে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলার লড়াই যাচ্ছি”।

Piya Chanda

                 

You cannot copy content of this page