জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের ষড়যন্ত্রের শিকার বাঙালিরা! ‘অনেক বড় রাজনীতি!’ শো থেকে বাদ সব বাঙালি প্রতিযোগী

ইন্ডিয়ার আইডল (Indian Idol), এই দেশের সংগীত জগতের অন্যতম উল্লেখযোগ্য গানের রিয়ালিটি শো। গানের এই প্রতিযোগিতায় প্রতিযোগী হয়ে পরিচিতির আলোয় আসার স্বপ্ন দেখে অনেক সঙ্গীত শিল্পীরাই। প্রতিবছরের মতন এ বছরেও ফাইনালের দিকে দিন যত এগোচ্ছে লড়াই আরো হাড্ডাহাড্ডি হয়ে উঠছে।

কিন্তু, এই সবকিছুর মধ্যে একটা জিনিস বড়ই লক্ষ্য করার মতন তা হল একে একে প্রতিযোগিতা থেকে বাদ পড়ছে বাংলার প্রতিযোগীরা। গত রবিবারেই প্রতিযোগিতার মঞ্চে সফর শেষ হল ময়ূরীর। আর এই ঘটনা ঘটার পর থেকেই গায়িকাসহ অনেক নেটিজেনরাই ক্ষোভে ফেটে পড়েছেন।

image 6

ময়ূরী ইন্ডিয়ান আইডল থেকে বেরিয়ে আসার পরই নিজের মনের কথা ভাগ করে নিলেন নেটিজেনদের মধ্যে। সমাজ মাধ্যমে তিনি লিখলেন, “প্রত্যেক শেষেরই আসলে একটা নতুন শুরু থাকে। আর চোখ বোজার আগে এখনও অনেকটা পথ চলা বাকি”।

ময়ূরের এই পোস্ট দেখে অনেক অনুরাগীরাই তাঁর পক্ষে মন্তব্য করেছেন। একজন বলছেন, “আমি হতবাক। রিয়েলিটি শোগুলো সবসময় এরকম বাজে সিদ্ধান্ত নিয়ে থাকে। এগুলো সবই আসলে টিআরপি-র খেলা”। অন্যদিকে আবার আরেকজন বলছেন, “রাজনীতি, অনেক বড় রাজনীতি। বাংলার ছেলে-মেয়েদের সঙ্গে এভাবেই করে থাকে ওরা”।

তৃতীয়জন বলেছেন, আসলে এটা ইন্ডিয়ান আইডলের দুর্ভাগ্য। তুমি একদম মন খারাপ কোরো না ময়ূরী দিদি”। আবার অন্য একজন সংক্ষেপে মন্তব্য করলেও তার মধ্যেও ছিল তীব্র ক্ষোভেরা চাপ। বলেছেন, “একদম ভুল সিদ্ধান্ত। শো বয়কট করা উচিত”।

প্রসঙ্গত বলা যায়, এই গায়িকার শাস্ত্রীয় সংগীতের প্রতি রয়েছে দারুণ দখল। এর আগে ময়ূরী বাংলার সারেগামাপা-এর মঞ্চ গান গেয়েছেন কিন্তু ঠিক ফাইনাল হওয়ার আগেই আউট হয়ে যান। ময়ূরী তার জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং শ্রম দিয়ে লড়াই করছিল এই প্রতিযোগিতায়। তাই অনেকেই ভেবেছিল ইন্ডিয়ান আইডলের ট্রফি উঠবে বাংলার মেয়ে ময়ূরীর হাতেই।

এই গায়িকার সোশ্যাল মিডিয়াতেও রয়েছে বেশ পরিচিতি। এমনকি ময়ূরীকে ইনস্টাগ্রাম এর ফলো করেন কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমান। গায়িকার ফলোয়ারের লিস্টে এ আর রহমানের নাম দেখে বিচারক বাদশা বলে ওঠেন, “আমি এআর রহমানকে ১০-১২ বছর ধরে ব্যক্তিগতভাবে চিনি। তার আগে তো ভক্তই ছিলাম। তবে উনি কিন্তু আমাকে ফলো করেন না”।

এই বছরের ইন্ডিয়ান আইডলে বাংলা থেকেই প্রতিযোগী ছিল ৭জন। লিস্টে ছিল বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ চক্রবর্তী, ময়ূরী সাহা, মানসী ঘোষ, সৃজন পোড়েল, প্রিয়াংশু দত্ত এবং রঞ্জিনী সেনগুপ্ত। একে একে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন সকলেই। তাই, এই দেখে আরও খুবই ফেটে পড়েছেন বাংলার দর্শকেরা।

Piya Chanda