৯০ এর দশকে বাংলা সিনেমার (Bengali movie) প্রধান বিশেষত্ব ছিল পারিবারিক গল্প। তাতে একাধিক শিশুশিল্পী (Child actor) র অভিনয় মানুষের নজর কেড়েছিল বলতে গেলে তাদের অভিনয়ের মধ্যে দিয়েই বহিঃপ্রকাশ হতো জনগণের আবেগের। এদের মধ্যে কারোর নাম যদি সব থেকে বেশি জনপ্রিয় হয়ে থাকে তা হল মাস্টার তাপু (Master tapu)। যাকে অভিনয় করতে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) অভিনীত শত্রু (Shatru)সিনেমায়।
এই সিনেমায় মাস্টার তাপু এক অনাথ বালকের ভূমিকায় অভিনয় দেখে জনগণ মন্ত্রমুগ্ধ হয়েছিল এই ৮ বছরের শিশু শিল্পীর উপর। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছে তাপু। আশা ও ভালবাসা সিনেমায় তার অভিনয় দেখে রীতিমতো কেঁদে ফেলেছিলেন দর্শকেরা। একসময় পর্দা কাঁপানো এই শিশু শিল্পীকে বড় হওয়ার পর থেকে অবশ্য আর কোন সিনেমায় আর দেখা যায়নি।

বর্তমানে কোথায় আছেন তিনি কি বা তার অবস্থা? জানা যায় বর্তমানে তিনি নিঃসঙ্গতায় মানসিক অবসাদে ভুগছেন রঙিন পর্দা দিয়ে নিজেকে সরিয়ে রেখেছেন অনেক দূরে। তার এই অবস্থার কথা জানতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন অঞ্জন চৌধুরীর কন্যা অভিনেত্রী চুমকি চৌধুরীর। একসময় পর্দা ভাগ করে নেওয়ার স্মৃতির বিষয় চুমকি চৌধুরীকে সংবাদমাধ্যম থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন ‘খুব বেশি কথা আমার না মনে থাকলেও মনে আছে যে, ওর সেটে বিশেষ খেয়াল রাখা হতো। ও ডায়লগ ঠিক করে বলতে পারতো না। বারবার রিহার্সাল করাতে হতো। শর্ট এর মাঝে ব্রেক দিতে দেরি হলে বাবা অনেক বকাবকি করতেন ও অনেক ছোট ছিল তাই, বাবা মাঝেমাঝে ও কে বাড়ি নিয়ে আসতো ডায়লগ প্র্যাকটিস করাতো।’
আরও পড়ুনঃ ফের ষড়যন্ত্রের শিকার বাঙালিরা! ‘অনেক বড় রাজনীতি!’ শো থেকে বাদ সব বাঙালি প্রতিযোগী
বর্তমানে মাস্টার তাপুর পরিস্থিতি নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা অনেক দুঃখের বিষয় এরকম একটা ট্যালেন্টেড মানুষ ইন্ডাস্ট্রি থেকে নিজেকে এতটা সরিয়ে রেখেছেন। এখনো মানুষ তার অভিনয়ের ক্লিপিং খুঁজে বেড়ায় আর এটা বোধহয় ততদিন থাকবে যতদিন এই বাংলা ইন্ডাস্ট্রি থাকবে। অভিনেত্রী আরো বলেন ‘যতদিন এই ইন্ডাস্ট্রি থাকবে শত্রুতাও থেকে যাবে তবে ও অনেক পপুলার হয়েছিল এমনটা কেন হল তা বুঝতে পারছি না’।
শত্রু সিনেমায় মাস্টার তাপুর অভিনয় ও জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শেষে অভিনেত্রী মাস্টার তাপুর উদ্দেশ্যে বলেন, ‘তুমি যদি সোশ্যাল মাধ্যমে থেকে থাকো তাহলে বলব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভালো হয়ে যাও এবং কাজে ফিরে এসো’। ভার গলায় অভিনেত্রীকে এমনটি বলতে দেখা যায়।