জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় ফিরছেন যিশু! কোন নতুন ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে?

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)তাঁর অনবদ্য অভিনয় দক্ষতা এবং স্বতঃস্ফূর্ত উপস্থাপনার জন্য পরিচিত। বাংলা চলচ্চিত্র জগতে একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। শুধু বাংলা নয়, হিন্দি ও দক্ষিণী সিনেমাতেও নিজের দক্ষতা দেখিয়েছেন এই প্রতিভাবান অভিনেতা। তাঁর সহজাত অভিনয়শৈলী তাঁকে ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শুধু সিনেমা নয়, টেলিভিশনেও দীর্ঘদিন ধরে জনপ্রিয় যিশু। তিনি বহু রিয়্যালিটি শো-এর সঞ্চালনা ও বিচারকের ভূমিকায় নজর কেড়েছেন। বিশেষ করে জি বাংলার বিভিন্ন শো-এর সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরনো। টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি মানেই আলাদা আকর্ষণ। শো-এর প্রতিযোগীদের সঙ্গে মজা করা, হাসিঠাট্টা এবং প্রাণবন্ত উপস্থাপনার কারণে তিনি দর্শকদের আরও কাছের হয়ে উঠেছেন।

সম্প্রতি সেলেব্রিটি ক্রিকেট লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন যিশু। তবে এবার তিনি ফিরছেন সেই মঞ্চে, যেখান থেকে তাঁর রিয়্যালিটি শোয়ের যাত্রা শুরু হয়েছিল। জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে বসতে চলেছেন তিনি। মহাগুরু হিসেবে থাকছেন মিঠুন চক্রবর্তী, সঞ্চালকের দায়িত্বে রয়েছেন অঙ্কুশ, আর বিচারকের আসনে যিশুর সঙ্গে থাকবেন শুভশ্রী। শো-এর পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন।

ম্যাচ খেলে সোমবার কলকাতায় ফিরেই মঙ্গলবার থেকে শো-এর শুটিং শুরু করেছেন যিশু। তিনি উচ্ছ্বসিত এই শোয়ে ফিরতে পেরে। তিনি বলেন, “এটা সত্যিই আমার জন্য হোমকামিং। সম্রাট, অভিজিৎ, নবনীতার কাছে আমি কৃতজ্ঞ, সুযোগটা দেওয়ার জন্য। ‘ডিবিডি’ আমার মনের কাছাকাছি একটা শো।” মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক। যিশুর কথায়, “মিঠুনদার সঙ্গে আমার জমে যায়। এই শো-তে আমাকে এতটাই স্বাধীনতা দেওয়া হয় যে আমি খোলা মনে কাজটা করতে পারি।”

ক্রিকেট, সিনেমা, টিভি শো—সব মিলিয়ে যিশুর ব্যস্ততা এখন তুঙ্গে। সেলেব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনালে উঠেছে তাঁর দল, আর এর মধ্যেই তিনি সময় বার করেছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর জন্য। শুধু তাই নয়, সামনে মুক্তি পেতে চলেছে তাঁর নেটফ্লিক্স ছবি ‘ডাব্বা কাটেল’। পাশাপাশি তিনি প্রিয়দর্শনের নতুন ছবি ‘ভূত বাংলো’-তেও অভিনয় করছেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি টেলিভিশনের দর্শকদের জন্য ফিরে এলেন ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে।

Piya Chanda