টলিপাড়ায় বাজলো বিয়ের সানাই। বিয়ের পিঁড়িতে বসলেন অতি জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ (Ke Apon K Por) জুটি। একের পর এক তারকাদের বিয়ের পর এবার সুখবর দিলেন জনপ্রিয় তারকা জুটি।
বিয়ের পিঁড়িতে ‘কে আপন কে পর’ জুটি!
টলিউডের (Tollywood) জনপ্রিয় জুটি সায়ন কর্মকার (Sayan karmakar) ও তিতলি আইচ (Titly Aich) তাঁদের রোমান্সে বসন্তের ছোঁয়া নিয়ে এসেছেন। বাংলা মেগা ধারাবাহিকের এই দুই তারকা প্রায়ই সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি শেয়ার করেন, যা দেখে তাঁদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত মেলে। সায়ন স্টার জলসার ‘জীবন সাথী’র নায়ক এবং তিতলি ‘কে আপন কে পর’ ধারাবাহিকের সার্থকের স্ত্রী ইতুর চরিত্রে অভিনয় করেছেন।
অভিনয় জগত থেকেই তাঁদের পরিচয়। ‘কে আপন কে পর’ ধারাবাহিকে কাজ করার সময় সায়ন ও তিতলির বন্ধুত্বের শুরু। যদিও সায়ন বর্তমানে ব্যস্ত অন্য ধারাবাহিকের কাজে, যেখানে তিনি তমঘ্নর চরিত্রে অভিনয় করছেন। তবুও কাজের চাপের মধ্যেও তাঁরা একে অপরের জন্য সময় বের করেন। তাঁদের সুন্দর মুহূর্তগুলো সোশ্যল মিডিয়ায় দেখলে বোঝা যায়, এই সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে।
তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল অনেক। বিভিন্ন উৎসব বা ছুটির দিনে তাঁদের একসঙ্গে সময় কাটানোর ছবি নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সায়ন ও তিতলির জুটি তাঁদের ভক্তদের কাছে একটি উদাহরণ। দুজনের কেমিস্ট্রির প্রশংসা করেন অনেকেই।
সম্প্রতি তাঁদের বিয়ে নিয়ে টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। যদিও এ বিষয়ে সায়ন ও তিতলি কোনো মন্তব্য করেননি, তবে তাঁদের ঘনিষ্ঠমহলে এই আলোচনা বেশ জোরালো। তাঁরা বিয়ে করবেন কিনা, তা নিয়ে এখন সকলেই অপেক্ষায়। তবে তাঁদের সম্পর্কের এই সুন্দর যাত্রাপথ দেখে ভক্তরা বিয়ের ঘোষণার আশায় রয়েছেন।
আরও পড়ুন: স্বামীকে ফেরাতে ন্যাকা কান্না নয়! দাপুটে ‘পরিণীতার’ পারুল! বুদ্ধির জোরেই ফেরাবে রায়ানকে
সায়ন ও তিতলির সম্পর্ক টলিউডে প্রেমের নতুন সংজ্ঞা তৈরি করেছে। নিজেদের কাজ, ব্যক্তিগত জীবন এবং প্রেমকে সামঞ্জস্য রেখে তাঁরা নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁদের ভালোবাসার গল্প বসন্তের সুন্দর আবহে যেন আরও মোহময় হয়ে উঠেছে।