জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সব উত্তর কি ছবিতেই লুকিয়ে থাকে?”—ডিভোর্স গুঞ্জনের মাঝেই বড়দিনের রাতে উদয়-অনামিকার সমাজমাধ্যমের পোস্ট কি অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে? সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তারকা দম্পতি!

টলিউডে সম্পর্ক ভাঙা–গড়ার গল্প নতুন কিছু নয়। একটু পরিচিতি বাড়লেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কখনও সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলা, কখনও একসঙ্গে না দেখা যাওয়া—এই সব ছোট ছোট ঘটনাকেই বড় করে দেখার প্রবণতা রয়েছে নেটদুনিয়ায়। অনেক সময় সত্য-মিথ্যের ফারাক না বুঝেই ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। সাম্প্রতিক সময়ে সেই রকমই এক চর্চার কেন্দ্রে উঠে আসেন অভিনেতা উদয় প্রতাপ সিং ও তাঁর স্ত্রী অনামিকা চক্রবর্তী।

বিয়ের দু’বছরও পূর্ণ হয়নি, তার মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। হঠাৎ করেই অনামিকার সমাজমাধ্যমের প্রোফাইল থেকে উধাও হয়ে যায় উদয়ের সঙ্গে থাকা একাধিক ছবি। এই পরিবর্তন চোখ এড়ায়নি অনুরাগীদের। মুহূর্তের মধ্যেই শুরু হয় নানা অনুমান—তাহলে কি সব ঠিক নেই? ডিভোর্সের গুঞ্জন ছড়াতে বেশি সময় লাগেনি। কেউ প্রশ্ন তুললেন, কেউ আবার নিজেদের মতো করে গল্প বুনে ফেললেন।

এই সমস্ত জল্পনার মধ্যেই বড়দিনের রাতে সরাসরি জবাব দিলেন উদয় প্রতাপ সিং। কোনও বিবৃতি নয়, কোনও দীর্ঘ ব্যাখ্যা নয়—স্ত্রীর হাত ধরেই নীরবভাবে সব প্রশ্নের উত্তর দিলেন তিনি। ক্রিসমাস উপলক্ষে অনামিকাকে জড়িয়ে ধরা দুটি ছবি পোস্ট করেন উদয়। ছবির সঙ্গে যুক্ত করেন একটি জনপ্রিয় প্রেমের গান, যা আবেগকে আরও স্পষ্ট করে তোলে। বার্তা বুঝতে কারও অসুবিধা হয়নি—সব ঠিক আছে, সম্পর্ক অটুট।

এর আগেও একাধিকবার ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন উদয়। তিনি জানিয়েছিলেন, পরিচিত মুখ হলেই নানা কথা শুনতে হয়, কিন্তু সেই সব আলোচনা তাঁদের দাম্পত্য জীবনে কোনও প্রভাব ফেলে না। অনামিকার বক্তব্য ছিল আরও ব্যক্তিগত—সমাজমাধ্যম তাঁর কাজের জায়গা, ব্যক্তিগত জীবন প্রদর্শনের মঞ্চ নয়। সমস্যা থাকলেও তা বাইরে ব্যাখ্যা করার দায় তিনি অনুভব করেন না।

পেশাগত দিক থেকে উদয়ের সময় এখন বেশ ভালো। জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-তে রায়ান চরিত্রে তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে এবং সেই ধারাবাহিকের জনপ্রিয়তাও চোখে পড়ার মতো। অন্যদিকে অনামিকার কেরিয়ার আপাতত কিছুটা অনিশ্চিত। কাজ কম থাকার কথা তিনি নিজেই স্বীকার করেছেন। অভিনয়ের পাশাপাশি এখন ডেইলি ভ্লগিংয়েই বেশি মন দিচ্ছেন তিনি। দীর্ঘ আড়াই বছরের প্রেমের পর ২০২৩ সালের ২৮ জুন তাঁদের বিয়ে হয়েছিল। নানা গুঞ্জন সত্ত্বেও বড়দিনের সেই পোস্টই বুঝিয়ে দিল—সব কথার মাঝেও ভালবাসার জায়গাটা এখনও অটুট।

Piya Chanda

                 

You cannot copy content of this page