বাংলা বিনোদন জগতের একসময়ের জনপ্রিয় শাড়ির নায়করা এখন আর শুধুমাত্র পর্দার নায়ক হিসেবেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না। দেব, জিৎ, অঙ্কুশ হাজরা—এই প্রজন্মের তারকারা প্রত্যেকেই আলাদা আলাদা প্রোডাকশন হাউস খুলে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনার দায়িত্বও এখন নিজের কাঁধে তুলে নিচ্ছেন তাঁরা। এতে যেমন নিজেদের সৃজনশীল ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার সুযোগ পাচ্ছেন, তেমনই বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে নতুন ভাবনা ও নতুন কনটেন্ট আসার পথও খুলছে।
এই তালিকায় অঙ্কুশ হাজরার নাম আলাদা করে বলার মতো। নাচে যেমন সাবলীল, তেমনই অভিনয়ের ক্ষেত্রেও দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নিজের জায়গা শক্ত করেছেন তিনি। রোমান্টিক হিরো থেকে শুরু করে কমার্শিয়াল ছবির জনপ্রিয় মুখ—সব ক্ষেত্রেই দর্শকের গ্রহণযোগ্যতা পেয়েছেন অঙ্কুশ। সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতাই তাঁকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে।
তবে অঙ্কুশকে ঘিরে ইন্ডাস্ট্রিতে প্রায়ই একটি প্রশ্ন ঘোরে—তিনি কেন নিজের প্রোডাকশন হাউসের প্রায় সব ছবিতেই ঐন্দ্রিলা সেনকেই নেন? অনেকেই এটাকে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে জুড়ে দেখেন, আবার কেউ কেউ মনে করেন এতে নতুন মুখেদের সুযোগ কমে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরমহলেও নানা আলোচনা হয়েছে।
এই প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন অঙ্কুশ নিজেই। অভিনেতা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর প্রোডাকশন হাউস খুব বড় নয় এবং কোটি কোটি টাকার বাজেট তাঁর হাতে নেই। নতুন অভিনেতা বা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে গেলে অনেক সময় পারিশ্রমিক ও অন্যান্য শর্ত নিয়ে জটিলতা তৈরি হয়। সেই ঝুঁকি তিনি এই মুহূর্তে নিতে চান না।
আরও পড়ুনঃ “ও অনেকদিন ধরেই ঘু’মের ওষু’ধ জমাচ্ছিল”—৭৮টি ঘুমের ওষুধ নিয়ে সোশ্যাল মিডিয়ার তীব্র বিতর্কের মাঝেই এবার প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী প্রেরণা! দেবলীনা নন্দীকে ঘিরে আবারও মুখ খুললেন সায়ক!
অঙ্কুশ আরও বলেন, তিনি চান তাঁর প্রোডাকশনের সঙ্গে যুক্ত মানুষরা পুরো কাজটাকে নিজের ভেবে করুক। এই জায়গায় ঐন্দ্রিলার থেকে ভালো অপশন এই মুহূর্তে তিনি দেখছেন না। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, ভবিষ্যতে যখন তাঁর প্রোডাকশন হাউস আরও শক্ত জায়গায় পৌঁছবে, তখন হয়তো নিজে অভিনয় না করে নতুন মুখদের দিয়েই কাজ করাবেন। আপাতত নিজের সামর্থ্য ও বিশ্বাসের জায়গা থেকেই তিনি এগোচ্ছেন।
