টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় তারকা হলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। কিন্তু সদ্য না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি।
৩১ মে এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি আমরা। তিনি হলেন গায়ক কেকে। কিন্তু অনেকেই জানে না হয়ত যে সেদিন আরো এক নক্ষত্র হারিয়ে গিয়েছেন এই পৃথিবী থেকে। তিনি হলেন চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হারাধন বন্দ্যোপাধ্যায় স্ত্রী পরিণীতা বন্দ্যোপাধ্যায়।
নিজের বাড়িতে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিণীতা। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৬ বছর। দুজনের পুত্র কৌশিক বন্দ্যোপাধ্যায় এই দুঃসংবাদ তাঁদের অনুরাগীদের জন্যে শেয়ার করেন সংবাদ মাধ্যমে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিণীতা। প্রায় এক দশক আগে নিজের স্বামী হারাধন বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি। এরপর চলে গেলেন তিনি নিজেও।
বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর কয়েক দিন আগে ফুসফুসের সংক্রমণ হয়। হাসপাতালে ভর্তি করা হয়। তবে সুস্থ হয়ে সোমবার বাড়ি ফিরে আসেন। কিন্তু শেষরক্ষা আর করা গেল না। হার্ট অ্যাটাকে চলে গেলেন এই নায়িকা।
শুধু স্বামী যে চলচ্চিত্র জগতের জনপ্রিয় নাম হয়ে উঠেছিলেন তা নয়। পরিণীতা বন্দ্যোপাধ্যায় নিজেও সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু তারপর আর রুপোলি পর্দায় দেখা যায়নি তাঁকে।