Connect with us

Tollywood

মুখ্যমন্ত্রীর কাছে থেকে হাসিমুখে অ্যাওয়ার্ড নিয়ে জড়িয়ে ধরল মিঠাই! তবে কি খুব শীঘ্রই মিঠাই কে দেখা যাবে ঘাসফুল শিবিরে?

Published

on

Mithai Mamata Banerjee

গতকাল রাজ্যে অনুষ্ঠিত হয়েছে রাজ্য তথ্য সংস্কৃতি ও সম্প্রচার মন্ত্রক দ্বারা আয়োজিত টেলি একাডেমি অ্যাওয়ার্ড।এতক্ষণ সকলেই জেনে গেছেন যে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন আমাদের মিঠাই এবং সেরা অভিনেতা হয়েছেন সিড।গতকাল সকাল থেকে মিঠাই ভক্তদের মনটা একটু খারাপ ছিল তার কারণ টিআরপি রেটিংয়ে মিঠাই এর নম্বর অনেকটা কমে মিঠাই চতুর্থ স্থানে চলে গেছে।

কিন্তু গতকাল রাত থেকে তাদের মধ্যে খুশির বন্যা বইছে কারণ রাজ্য সরকার দ্বারা পরিচালিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেতা অভিনেত্রী হয়েছে তাদের সিডি বয় এবং মিঠাই রানী। মিঠাই গতকাল নিজের মাঝরাতে দুটো ফটো দেন যেখানে তাকে দেখা যাচ্ছে যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অ্যাওয়ার্ড নিতে এবং পরে তাকে জড়িয়ে ধরতে।

তাই দেখে অনেকে যেমন মিঠাইকে শুভেচ্ছা জানিয়েছেন আবার অনেকেই প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন তাহলে কি মিঠাই এবার ঘাসফুল শিবিরে নাম লেখাবেন বাকি অভিনেতা-অভিনেত্রীদের মত?

যদিও সকলের মত নিতাইকে এত কম বয়সে রাজনীতিতে যোগ দিতে দেখে ভালো লাগবে না কারোরই।তারা সকলেই চন মিঠাই অভিনেত্রী হিসেবে অনেক উন্নতি করুক সেখানে রাজনীতির বেড়াজালে নিজেকে এতো অল্প বয়স থেকে জড়িয়ে মিঠাইয়ের অভিনয়সত্ত্বাটা না হারিয়ে যায় বাকিদের মতো।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)