জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শাশুড়ি বৌমার কূটকচালি অতীত, জি বাংলায় আবার ফিরছে গোয়েন্দা গিন্নি!নানা রহস্যের সমাধান করবেন ইন্দ্রানী হালদার

একসময়ে ছোটপর্দায় বিশাল জনপ্রিয় হয়েছিল ধারাবাহিক গোয়েন্দা গিন্নি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। ২০১৫ সালে সম্প্রচারিত হত এই ধারাবাহিক। আবার নাকি ফিরতে চলেছে গোয়েন্দা গিন্নি, টলিপাড়ায় কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে এখন।

এ রহস্যের সমাধান করে দিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। এক সংবাদমাধ্যমে বিষয়ে নায়িকাকে ফোন করলে তিনি উত্তর দেন এ বিষয়ে কথাবার্তা চলছে। শুরু হতে পারে গোয়েন্দা গিন্নির দ্বিতীয় সিজন। কিন্তু এখনও সেভাবে কথাবার্তা চূড়ান্ত হয়নি, এমনটাই জানালেন ইন্দ্রানী হালদার। ধারাবাহিকের মূল ভাবনায় ছিলেন সাহানা।

তিনিই আবার দ্বিতীয় মরসুমে চিত্রনাট্যের লিখতে রাজি হয়েছেন। তবে কিছু হলে জুলাই বা আগস্ট- এর পরেই হবে বলে জানালেন ইন্দ্রানী। ইদানিং কিছুটা বিরতি নিয়েছেন অভিনেত্রী। বিশ্রামে থাকতে চান তিনি।

২০১৬ সালের ২৫ ডিসেম্বর গোয়েন্দা গিন্নি ধারাবাহিকের শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছিল। প্রচুর মানুষ ভালবাসতে এই চরিত্রটিকে এবং এই ধারাবাহিকে। কারণ বাংলা টেলিভিশনের পর্দায় এই প্রথম কোন বাঙালি মহিলা রহস্য সমাধান করতে এগিয়ে এসেছিলেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page