জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিজের নাম ভুল বলেই মন জয় ইয়ালিনির! আধো আধো গলায় কী বলল রাজ-শুভশ্রীর মেয়ে? ‘ঠাম্মি’ না, রাজের মা-কে কী বলে ডাকে ইয়ালিনি?

টলিপাড়ার অন্যতম খুদে সেনসেশন সে (Tollywood Sensation)। জন্মের পর থেকেই যেন তার নামে তৈরি হয়েছে আলাদা এক ফ্যান বেস। ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে’র (Shubhashree Ganguly) আদরের কন্যা ‘ইয়ালিনি’ (Yaalini) ক্রমশ হয়ে উঠছে সমাজ মাধ্যমের নতুন পছন্দের তারকা। পর্দার বাইরের এই স্টার কিডকে দেখার জন্য অপেক্ষায় থাকেন হাজারো অনুরাগী।

ইয়ালিনির প্রতিটি ছোট ছোট মুহূর্তই যেন চোখে হারাতে চান তার মা-বাবা। প্রথম হাঁটা, প্রথম কথা, কিংবা প্রথম স্কুল যাওয়ার অনুভব—সবটাই ক্যামেরাবন্দি করছেন শুভশ্রী। সম্প্রতি মেয়ের একটি কিউট ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী, যা মুহূর্তেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। আদুরে গলায় ইয়ালিনির সেই গলার স্বর যেন বাড়তি উষ্ণতা ছড়িয়ে দিল সমাজ মাধ্যমের পাতায়।

ভিডিওতে দেখা গেল, শুভশ্রী মেয়েকে নিজের নাম জিজ্ঞেস করছেন। উত্তরে ইয়ালিনি নিজেকে ‘নালিনি’ বলে পরিচয় দিল, তার সেই উচ্চারণে মুগ্ধ সবাই। রাজের মা সোফায় বসে রয়েছেন, আর সেই দেখে শুভশ্রী মেয়েকে জিজ্ঞেস করেন, ‘এটা কে বলতো?’ ইয়ালিনি ঠাম্মি বলতে না পেরে বলে ফেলল ‘লালা’। খুদের সেই মনখুশ করা উচ্চারণে যেন সম্পর্কে ভালোবাসার আরেকটু বেশি রঙ লাগল।

এছাড়াও ইউভানকে এবং আদরের ছোট্ট পোষ্যটিকেও ইয়ালিনি আধো আধো কণ্ঠে ডাকতে দেখা গেল। এই ভিডিওর মাধ্যমেই আরও একবার স্পষ্ট, কতটা মন দিয়ে মায়ের দায়িত্ব পালন করছেন শুভশ্রী। কিছুদিন আগেই মাত্র ১৮ মাস বয়সে চুল দান হয়েছে ইয়ালিনি। সারাদিন ক্লান্তির পর, সমাজ মাধ্যমে ইয়ালিনির এক ঝলকেই যেন মন ভরে ওঠে অনুরাগীদেরও।

এদিন শুভশ্রী ভিডিওটি শেয়ার করে লেখেন, “আমার মেয়েটা সুন্দরভাবে বড় হচ্ছে”। এই একবাক্যে যেন ধরা পড়েছে এক মায়ের প্রশান্তি, গর্ব এবং গভীর ভালোবাসা। রাজ-শুভশ্রীর মেয়ে হয়েও, সকলের মনে আলাদা জায়গা করে নিচ্ছে ইয়ালিনি। এক কথায়, তার শৈশব যেন সমাজ মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page