জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বয়স সবে মাত্র ১ বছর ৬ মাস! জীবনের নতুন অধ্যায় শুরু শুভশ্রী কন্যা ইয়ালিনির, দারুণ খুশি মা-বাবা! জানলে শুভেচ্ছা জানাবেন আপনিও

সন্তানের প্রথম হাঁটা, প্রথম কথা কিংবা প্রথম স্কুলে যাওয়া—প্রতিটি মুহূর্তই একেকটা আবেগের অধ্যায় হয়ে থাকে বাবা-মায়ের জীবনে। খুদের ছোট ছোট অর্জন যেমন আনন্দ দেয়, তেমনই মায়া জড়ানো একটা টান অনুভব করেন অভিভাবকরা। আর যদি সেই খুদে হয় টলিউড তারকার সন্তান, তাহলে তো কৌতূহল আরও দ্বিগুণ হয়ে যায় দর্শকমহলে।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একরত্তি কন্যা ইয়ালিনির জন্ম থেকেই তাকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো। কখনও বাবার কোলে আদর, কখনও মায়ের সঙ্গে ছুটি কাটানো—সব কিছুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় চোখের পলকে। তার মুখের চওড়া হাসি আর চোখের সারল্য যেন মন কাড়ে সকলের।

সময় যেন উড়ে যায়। সদ্যজাত ইয়ালিনি আজ গুটি গুটি পায়ে বড় হচ্ছে। বয়স এখন মাত্র এক বছর ছয় মাস। আর এই বয়সেই জীবনের প্রথম শিক্ষাপর্বে পা রাখল সে। ঠিকই শুনেছেন, প্রি-স্কুলে ভর্তি হয়ে গেল রাজ-শুভশ্রীর আদরের মেয়ে। অনেকেই ভাবছেন, এত কম বয়সে স্কুল! তবে এখনকার আধুনিক প্যারেন্টিংয়ে প্রি-স্কুলে ভর্তি হওয়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইয়ালিনির জীবনের এই স্পেশ্যাল মুহূর্তটিকে অবশ্যই স্মরণীয় করে রাখলেন শুভশ্রী। মেয়ের স্কুলে যাওয়ার প্রথম দিনের একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ইয়ালিনির স্কুলে প্রথম দিন’। কখনও বাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ, তো কখনও মায়ের কোলে টাটা করছে ছোট্ট ইয়ালিনি।

দ্বিতীয় ছবিতে দেখা যায়, মা শুভশ্রীর হাত ধরে ছোট্ট পায়ে পায়ে স্কুলে ঢুকছে ইয়ালিনি। মেয়েকে কলকাতার এক নামী প্রি-স্কুলে ভর্তি করেছেন শুভশ্রী। এতটুকু বয়সেই মেয়েকে স্কুলে পাঠিয়ে আবেগে ভাসছেন অভিনেত্রী। একইসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়াতেও গর্বের সঙ্গে শেয়ার করেছেন সেই বিশেষ মুহূর্ত। ছোট্ট ইয়ালিনির এই নতুন অধ্যায় শুরু হওয়ায় খুশির জোয়ার উঠেছে নেটপাড়ায়, যদিও অনেকেই অবাক হয়েছেন এত কম বয়সে স্কুলে ভর্তি হওয়ায়। তবে শুভশ্রীর এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট—মেয়েকে ছোট থেকেই শিক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page