জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে জল্পনা শেষ! এবার ‘আনন্দী’ ধারাবাহিক ছেড়ে হিন্দি সিরিয়ালে পা রাখছেন ধারাবাহিকের নায়িকা!

প্রতিদিন সন্ধ্যায় টিভির পর্দায় বসে থাকা দর্শকদের সঙ্গে ছোটপর্দার চরিত্রগুলোর সম্পর্ক যেন আর পাঁচটা পরিবারের সদস্যের মতোই। বিশেষ করে যদি সেই চরিত্রটা হয় কিছুটা রহস্যময়, কিছুটা ধূর্ত, তবুও চোখ ফেরানো যায় না। ‘আনন্দী’ ধারাবাহিকের তিতির ঠিক তেমনই — কখনও আদির প্রতি নরম, কখনও আবার আদিকে আনন্দীর থেকে দূরে সরিয়ে দিতে মরিয়া। এই দ্বৈত চেহারায় অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের একাংশ।

তবে ছোটপর্দার চরিত্রগুলোর পেছনে যে মানুষটি থাকেন, তাঁর পেশাগত জীবনেও আসে নানা বাঁক। কোনও চরিত্র জনপ্রিয়তার শীর্ষে থাকতেই হঠাৎই বদল আসে। সিরিয়ালের টুইস্টের মতোই অভিনেতার জীবনেও আসে টার্নিং পয়েন্ট। আর ঠিক এমনই এক পরিবর্তনের গন্ধ এখন টেলিভিশন দুনিয়ায়। ‘আনন্দী’ ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোডগুলোতেও ধরা দিচ্ছে কিছু ইঙ্গিত, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়াচ্ছে। তাহলে কি এবার ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন অন্বেষা হাজরা?

সিরিয়ালের গল্পে যেমন আকস্মিক মোড়, বাস্তব জীবনেও তেমনই হঠাৎ এক পরিবর্তন। ‘আনন্দী’ ধারাবাহিকে বর্তমানে তিতিরের উপস্থিতি কিছুটা কমে এসেছে। টিভি দর্শকদের মধ্যে প্রশ্ন উঠছে, তবে কি কোনও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন এই চরিত্রের অভিনেত্রী? শুটিং ফ্লোরেও জোর গুঞ্জন, ধারাবাহিকে হতে চলেছে বড় বদল। এক নতুন যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

আর সেই গুঞ্জনের সত্যতা মিলেছে অবশেষে। ধারাবাহিক ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী সৃজনী মিত্র মুস্তাফি। এক নতুন পথে পা বাড়াচ্ছেন তিনি — এই প্রথমবার হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন সৃজনী। ‘অর্গানিক প্রোডাকশন হাউজ’-এর নতুন ধারাবাহিক ‘বড়ি ঘর কী ছোটি বহু’-তে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। শোটি সম্প্রচারিত হবে দঙ্গল টিভিতে।

সৃজনীর এই নতুন ইনিংস নিঃসন্দেহে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। বাংলা ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব সিরিজ ও বড়পর্দা—সর্বত্র নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। হিন্দি ধারাবাহিকে তাঁর অভিষেক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে কেরিয়ারকে, এমনটাই মনে করছেন অনুরাগীরা। তবে ‘আনন্দী’ ধারাবাহিক থেকে তাঁর বিদায় মন খারাপ করে দিচ্ছে অনেককেই। এখন শুধু অপেক্ষা—‘তিতির’-এর শেষ পর্ব কবে দেখতে পাবেন দর্শকরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page