জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুন সুখবর! দীর্ঘ বিরতির পর নতুন রূপে পর্দায় ফিরছেন ‘বামাক্ষ্যাপা’ ওরফে সব্যসাচী চৌধুরী! রহস্যে মোড়া চরিত্রে নতুন চমক! কবে আসছে নতুন ধারাবাহিক?

বাঙালি দর্শকের কাছে তিনি যেন এক ব্যতিক্রমী অভিনেতা। টেলিভিশনের পর্দায় ‘বামাক্ষ্যাপা’ (Bamakhepa) হয়েই তিনি শ্রদ্ধা পেয়েছেন আট থেকে আশি সকলের। দীর্ঘদিন ছোট পর্দায় অনুপস্থিত সেই ‘সব্যসাচী চৌধুরী’ (Sabyasachi Chowdhury) আবার ফিরছেন নতুন ভূমিকায়, নতুন আবহে। তবে এবার আর ধর্মীয় চরিত্রে নয়, বরং রহস্য আর থ্রিলারে মোড়া এক নতুন অভিযানে। বহু দর্শকের মনে এখনও গেঁথে আছে সব্যসাচীর আবেগে ভরপুর সেই সংলাপ, চোখেমুখে তপস্যার ছাপ আর গলায় ‘মা’ ডাকের মধ্যে আধ্যাত্মিকতা।

এবার সব্যসাচীর চরিত্র সম্পূর্ণ আলাদা। পর্দায় এবার বাস্তব জায়গার ছায়া, যেখানে এক সময় সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন তাঁর কালজয়ী ছবি ‘সোনার কেল্লা’। সত্যজিৎ রায় (Satyajit Ray) নামটা শুনলেই ভেসে ওঠে বাংলা চলচ্চিত্রের সেই সোনালি অধ্যায়। তাঁর নির্মিত প্রতিটি ছবিই বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। আর ‘সোনার কেল্লা’ (Sonar Kella) ছবির আলাদা ফ্যান-বেস রয়েছে আজও। এবার সেই কিংবদন্তি ছবির ‘সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়।

image

এই অধ্যায় পরিকল্পনার পেছনে রয়েছেন পরিচালক রিঙ্গো, যিনি ইতিমধ্যেই থ্রিলারধর্মী ঘরানায় কাজের জন্য বিশেষ নাম করেছেন। জানা যাচ্ছে, রাজস্থানের সেই ঐতিহাসিক জয়সলমির কেল্লাতেই শ্যুট করা হয়েছে বড় একটা অংশ। যেখানে সত্যজিৎ একদিন শ্যুট করেছিলেন মুকুলকে নিয়ে, আজ সেখানে আবার ক্যামেরা বন্দি হলো এক নতুন গল্প। গল্পে থাকছে রোমাঞ্চ, ধাঁধা আর সত্যজিৎ রায়ের ছোঁয়া, যা সরাসরি শ্রদ্ধা জানাবে মাস্টারমশাইকে।

তবে এটি কোনও ধারাবাহিক নয়, ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম এর একটি সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে বড় চমক সব্যসাচী চৌধুরী। বহুদিন পর দর্শকদের প্রিয় বামাক্ষ্যাপা আবার পর্দায় ফিরছেন এক নতুন রূপে। এবার আর ধর্মীয় আখ্যান নয়, বরং আধুনিক ছাঁচে রহস্যে মোড়া এক গল্পে। সব্যসাচীর চরিত্র কি সেটা এখনও জানা যায়নি, তবে ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল তুঙ্গে উঠেছে নতুন পোস্টারকে ঘিরে।

সব্যসাচীর পাশাপাশি থাকছেন দেবতনু, অমৃতা দেবনাথ সহ একঝাঁক পরিচিত মুখ। একটা সময় ছিল যখন বাংলা সিরিজ মানেই ছিল শুধু পারিবারিক কাহিনি। এখন সেই ছবিটাই পাল্টাচ্ছে ধীরে ধীরে। এই নতুন সিরিজটি একদিকে যেমন শ্রদ্ধাঞ্জলি, তেমনই সাহসী এক পরীক্ষাও। পুরনো স্মৃতি আর নতুন ভাবনার মেলবন্ধনে এমন একটা সিরিজ বাংলা ইন্ডাস্ট্রিকে এক ধাপ এগিয়ে দেবে বলেই আশা করা যাচ্ছে।

Piya Chanda