জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার পর্দায় আসছেন ইতিহাসের আরেক বীরাঙ্গনা! তিনি শুধুই রানী নন, ছিলেন শাসক! ইতিহাসের পাতা থেকে এবার ছোট পর্দায় রানী ভবানী! মূল চরিত্রে কোন নায়িকা?

একটা সময় ছিল যখন সন্ধ্যে নামলেই ঘরে ঘরে বাজত “তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি” (Karunamoyee Rani Rashmoni)। জি বাংলার এই ধারাবাহিক যেন ইতিহাসের পাতা থেকে তুলে আনা এক মহিলার সাহসিকতার কাহিনি। রানী রাসমণি শুধু একটা ধারাবাহিক নয়, বরং একটা সময়ের আবেগে পরিণত হয়েছিল আপামর জনসাধারণের। মন্দির নির্মাণ থেকে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ—রানীর প্রতিটা পদক্ষেপ দর্শকের মনে শক্তির সঞ্চার করত।

‘দিতিপ্রিয়া রায়’ (Ditipriya Roy) অভিনয় করেছিলেন রানী রাসমণি চরিত্রে, এই ধারাবাহিকে। শুরু থেকেই রানী রাসমণি চরিত্র ধীরে ধীরে হয়ে উঠেছিল এক আদর্শ কণ্ঠস্বর, যাঁর ভরসায় উঠে দাঁড়াতেন টেলিভিশনের এইপারের দর্শকেরাও। ব্যবসা থেকে সমাজসেবা কিংবা ধর্মীয় সংস্কার—প্রতিটা পর্বে উঠে আসত এক দৃঢ়চেতা, বিচক্ষণ ও সাহসী নারীর পরিচয়। তিনি কেবল ঐতিহাসিক চরিত্র নয়, তিনি হয়ে উঠেছিলেন বাংলার ঘরের মানুষ।

একটা দীর্ঘ সময় ধরে চলেছিল এই ধারাবাহিকে এসেছে অনেক চরিত্র, কাহিনি এগিয়েছে প্রজন্ম পেরিয়ে। রাসমণি থেকে শুরু করে মথুরবাবু, শ্রীরামকৃষ্ণ, মা সারদা—সবাই মিলে এই ধারাবাহিককে গড়ে তুলেছিলেন এক মহাকাব্য। সামাজিক বার্তা, ধর্মীয় অনুভূতি আর নারীর ক্ষমতায়নের মিশেলে এই ধারাবাহিক বারবার জয় করেছে আপামর দর্শকের মন। দীর্ঘদিন আগে ধারাবাহিক শেষ হলেও ‘রানী রাসমণি’-র প্রভাব আজও টেলিভিশনের পাতায় অনস্বীকার্য।

সেই ধারাবাহিকের উত্তরসূরী হিসেবে এবার জি বাংলা নিয়ে আসছে আরও এক মহীয়সী নারীর গল্প। ইতিহাসের আরেক বীরাঙ্গনা, যিনি শুধুই রানী নন—ছিলেন শাসক, সংস্কারক এবং প্রজাদের রক্ষাকর্ত্রী। তলোয়ার হাতে নারী যখন রাজ্য চালায়, তখন তরী হয় ইতিহাস! জমিদারির বাইরে পা রেখে যিনি রাজনীতি, ধর্মীয় সংস্কার, এবং প্রজাদের কল্যাণে লড়েছেন, সেই নারীর কাহিনি আজকের প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক।

জি বাংলার নতুন ধারাবাহিক ‘রানী ভবানী’ (Rani Bhabani) এবার তুলে ধরবে সেই নারীর জীবন, যাঁর সংগ্রাম ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। প্রোমোতেই তার ইঙ্গিত মিলেছে যে রানী রাসমণির থেকে কোনও অংশে কম হবে না এই ধারাবাহিক। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরী হয়েছে প্রবল উত্তেজনা। দর্শকরা অপেক্ষায়, এইবার রানী ভবানীর চরিত্রে কাকে দেখা যাবে? সব মিলিয়ে বাংলার ইতিহাস আবার ছোটপর্দায় ফিরছে—এইবার ভবানীর রূপে।

Piya Chanda