জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আলাদা হ‌ইনি! একসঙ্গেই আছি, বিচ্ছেদের সব জল্পনা উড়িয়ে ইনস্টাগ্রামে যশ-নুসরতের মিষ্টি খুনসুঁটি!

সম্পর্কের জটিল সমীকরণকে কখনও ধরা যায় না ক্যালকুলেটরে। সুখ-দুঃখ, মান-অভিমান, দূরত্ব আর কাছাকাছি আসা—এইসব নিয়েই তো সম্পর্কের গল্প বোনা হয়। তার উপর যদি তারা হয় রূপোলি পর্দার জনপ্রিয় জুটি, তাহলেতো সেই গল্প গিয়ে পৌঁছয় কোটি কোটি অনুরাগীর ফিডে। ঠিক যেমনটা হয়েছে টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের ক্ষেত্রে।

গত কয়েক সপ্তাহ ধরেই তাঁদের সম্পর্ক ঘিরে চলছিল জোর গুঞ্জন। একদিকে যশ থাইল্যান্ড বেড়াতে গিয়েছেন, অন্যদিকে নুসরত পাড়ি দিয়েছেন দার্জিলিং। দু’জনের আলাদা বেড়ানোর ছবি দেখে নেটপাড়ায় শুরু হয়েছিল ট্রোল-মিমের পাহাড়। অনেকে তো বলেই ফেলেছিলেন, “এই সম্পর্ক বুঝি পড়ল ভাঙনের মুখে!” কার ক’টা বিয়ে? কে কোথায় ঘুরছেন? কে কাকে ইনস্টাগ্রামে ফলো করছেন—এসব নিয়েই রীতিমতো ব্যস্ত ছিল সোশাল মিডিয়ার নীতি-পুলিশেরা।

এই আবহেই গত শুক্রবার বদলে গেল চিত্র। নুসরত জাহান ইনস্টাগ্রামে একটি বোল্ড ভিডিও পোস্ট করেন, যেখানে লাল পোশাকে ধরা দেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে দেন লাভ ইমোজি। সেখানেই যশের মজার কমেন্ট—“ক্রেডিটটা কে দেবে?” পালটা খুনসুঁটিতে মাতেন নুসরতও—“আমি তো তোমার শেষ ভিডিওর জন্য ক্রেডিট পাইনি, না-ই বা পেয়েছি জ্যাকেটটার জন্য!” যার উত্তরেও হালকা মজা করেন যশ—“ও আচ্ছা, তাহলে ভিডিও শুট আর এডিটের জন্য আমাকে ক্রেডিট দেবে না? যদিও জ্যাকেটটা আমাকেই বেশি ভালো লাগছে।” এই খুনসুঁটি দেখে ভরপুর মজা পেয়েছেন অনুরাগীরা।

বিচ্ছেদ জল্পনা ছড়িয়েছিল যে দু’জনে ইনস্টাগ্রামে একে-অপরকে অনুসরণ করেন না। পাশাপাশি শোনা গিয়েছিল, গত ডিসেম্বর মাস থেকেই আলাদা বাড়িতে থাকছেন তাঁরা। এমনকী, যশের প্রাক্তন স্ত্রীর বিষয়েও উঠেছিল নানা প্রশ্ন। তবে শুক্রবার ইনস্টাগ্রামের এই প্রেম-খুনসুঁটি জল্পনাকে অনেকটাই নস্যাৎ করেছে।

শেষমেশ যশ এবং নুসরত প্রমাণ করলেন, তাঁদের সম্পর্ক এখনও দিব্যি আছে। যদিও তাঁরা কাজের সূত্রেই বেশি দেখা করছেন, ব্যক্তিগত মুহূর্তগুলোও যে এখনও ভাগ করে নেন, তা স্পষ্ট এই ‘ভার্চুয়াল’ খুনসুঁটি থেকে। মান-অভিমান, দূরত্ব—এসব সম্পর্কের অঙ্গ। তবে একে-অপরের প্রতি ভালোবাসা যে অটুট, তা এবার খোলাখুলি দেখালেন যশ-নুসরত। নিন্দুকদের মুখে কার্যত ঝামা ঘষলেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page