জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দায় ফিরছেন শতাব্দী রায়! প্রথমবার টেলিভিশনের পর্দায় অভিনেত্রী! তবে, কি ছোটো পর্দায় নতুন রূপে আসছেন গুরুদক্ষিণা’খ্যাত নায়িকা?

আজকের দিনে টলিউড জগতে বহু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি সক্রিয়ভাবে রাজনীতিতেও কাজ করেন। আবার, এমনও অনেক শিল্পীরা রয়েছেন যাঁরা রাজনীতির জন্য অভিনয় থেকে অনেকটা দূরে হয়ে গিয়েছেন।

বর্তমানে, যেসব সব শিল্পীরা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন অভিনয়কেও পুরোপুরি ছাড়তে পারেনি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শতাব্দী রায়। এই মুহূর্তে শোনা যাচ্ছে, বহু বছর পর পর্দায় কামব্যাক করছে শতাব্দী রায়।

প্রসঙ্গত ৯০ এর দশকের এই অভিনেত্রী একটা সময়ে বাংলার রাজনীতিতে অতপ্রতভাবে জড়িয়ে পড়ায় সেই অর্থে আর বিনোদন জগতের দেখা যায়নি তাঁকে। তবে, আজ বহু বছর পর সেই চেনা ছন্দে ফিরতে চলেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই, অভিনেত্রীকে দিদি নাম্বার ওয়ান-এর প্রমোতে দেখা গেছে।

তবে, কি এত বছর পর অভিনেত্রী ছোট পর্দার হাত ধরে ফিরছেন বিনোদন দুনিয়ায়? খোঁজ নিয়ে জানা গেছে, বিনোদন জগতে ফিরছেন তো বটেই তবে তা ছোটপর্দায় নয়। এত বছর পর রুপালি পর্দায় অভিনেত্রীর অভিনীত ছবি বাৎসরিক মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আর, এই সিনেমার প্রচারের জন্যই শতাব্দীকে দেখা গেছে দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে।

জি বাংলার কর্তৃপক্ষের তরফ থেকে মুক্তি প্রাপ্ত প্রমোর ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করে ক্যাপশনে লেখা আছে, ‘দিদির মঞ্চে প্রথমবার নায়িকা শতাব্দী রায়’। বলাই বাহুল্য খুব সম্ভবত টেলিভিশনের পর্দাতেও এই প্রথমবারের মতো দেখা যাবে শতাব্দী রায়কে। তাই খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে রুপালি পর্দায় দেখতে পাবে বলে আগ্রহী বাংলার দর্শকেরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page