জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“তুমি নাকি সচেতন নাগরিক? নাইটি পড়ে ওভারব্রিজে নাচার সময় মনে থাকে না?”, “নিজে বাঁচতে নাটক করছে, কথা বদলাচ্ছে”, ঠাকুরপুকুর কাণ্ডে কটাক্ষের মুখে স্যান্ডি সাহা

ঠাকুরপুকুর কাণ্ডে উত্তপ্ত হয়ে রয়েছে টলিউড (Tollywood) মহল। বিগত বেশ কয়েকদিন ধরে ভিক্টো’র মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে কেন্দ্র করে টলি পাড়ার পরিস্থিতি রয়েছে বিপদাধীন। ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস বিনোদন জগতে সুপরিচিত হলেও তাঁকে কেউই এই কাণ্ডে সমর্থন জানাচ্ছে না।

কার্যত, সিদ্ধান্ত’র এই ঘটনায় তাঁর দিক থেকে মুখ ঘুরিয়েছে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সকল ব্যাক্তিরাই। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সিদ্ধান্ত দাসকে নাকি আগামী সোমবার কোর্টে পেশ করা হবে। ভিক্টো ছাড়াও সেদিন গাড়িতে ছিলেন সান বাংলার অন্যতম প্রযোজক শ্রিয়া বসু।

এই ঘটনায় ভিক্টো’র পাশাপাশি উঠে এসেছে আরও কয়েকজন সমাজের বিশিষ্ট ব্যাক্তির নাম। ইউটিউবার তথা অভিনেতা স্যান্ডি সাহা, আরিয়ান ভৌমিকের মতন ব্যাক্তিদের নামও জড়িয়ে রয়েছে এই কাণ্ডে। ইতিমধ্যেই, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনাকে কেন্দ্র করে যাঁদের নাম উঠে এসেছে তাঁদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।

এমনই এক ইন্টারভিউতে ইউটিউবার স্যান্ডি বলেছেন, যদি সে গাড়িতে থাকত তাহলে তাঁকেও সেখানকার পাবলিকরা মারতো। সেটা যখন হয়নি অবশ্যই তখন তিনি গাড়িতে ছিলেন না, বললেন স্যান্ডি সাহা। এমনকি সেই সময়কার চিত্রায়ন স্টুডিও ভিডিও ফুটেজ দেখলেই জানতে পারা যাবে অভিনেতা সেখানে ছিল কি ছিল না।

অভিনেতা আরো বলেন, “আমি একজন সচেতন নাগরিক। আমি যখনই কোথাও যাই কিংবা যদি কোনো পার্টির মুডে থাকি, সেখানে আমি অবশ্যই ড্রাইভার নিয়ে যাই কিংবা ক্যাব বুক করি। আমি নিজে ড্রাইভিং পারিও না”। আর এই কথা বলা মাত্রই সমাজ মাধ্যমে সমালোচনার সম্মুখীন হতে হয় স্যান্ডিকে। কেউ কেউ বলেছে, ‘সব নাটক’।

আবার, কেউ বলে ‘নাইটি পরে মা ব্রিজে নাচ করছিলে। পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছিল। তুমি মোটেও সচেতন নাগরিক নয়’। আবার কেউ বলেছে, ‘কি অবস্থা, এরাও আজকাল বুদ্ধিজীবী, জ্ঞান দিতে মিডিয়াতে আসছে’। অবশ্য, নেটিজেনদের এই মন্তব্যে পাত্তা দেননি স্যান্ডি।

Piya Chanda