জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘নিম ফুলের মধু’র পর,দর্শকের ভালোবাসায় আবারও জি-বাংলায় ফিরছেন ‘কৃষ্ণা’ অরিজিতা মুখোপাধ্যায়!

জি-বাংলার দর্শক তথা ধারাবাহিকপ্রেমীদের কাছে অতি পরিচিত মুখ অভিনেত্রী ‘অরিজিতা মুখোপাধ্যায়’ (Arijita Mukhopadhyay) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে ‘কৃষ্ণা’র চরিত্রে তার অভিনয় আজও ভুলতে পারেননি দর্শকেরা। যদিও এর আগে আরও একাধিক ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে, তবে কৃষ্ণা হিসেবেই অরিজিতার নাম ছোটপর্দায় স্থায়ী হয়ে গিয়েছে। চরিত্রে সহজাত অভিনয়, সংবেদনশীলতা এবং সাবলীল উপস্থিতি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।

এই ধারাবাহিক শেষ হওয়ার পর অরিজিতাকে দর্শক দেখতে পান স্টার জলসার ধারাবাহিক ‘তেঁতুলপাতা’য় (Tetulpata)। তবে ‘জি-বাংলা’র নিজস্ব দর্শকমহল তার অনুপস্থিতিতে ভীষণ খালি খালি অনুভব করছিল। কৃষ্ণার চরিত্র যে কতটা ছাপ ফেলেছে, তা বোঝা যায় প্রতিনিয়ত সমাজ মাধ্যমে উঠে আসা অরিজিতা ভক্তদের পোস্টেই। অনেকেই তার পুরনো দৃশ্য, রিল শেয়ার করে তাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছিলেন।

অবশেষে শোনা যাচ্ছে সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। আবারও জি-বাংলার পর্দায় ফিরছেন অরিজিতা মুখোপাধ্যায়! তবে এবার কোনও ধারাবাহিক নয়, বরং চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘রান্নাঘর’ (Rannaghor) -এর বিশেষ পর্বে দেখা যাবে তাকে। বহুদিন পর এই চ্যানেলে অরিজিতার ফিরে আসা, দর্শকদের প্রিয় মুখটিকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা।

সম্প্রতি চ্যানেলের প্রকাশিত প্রোমোতে ‘রান্নাঘর’-এ দেখা যাচ্ছে, অরিজিতা নিজের হতেই নানা পদ রান্না করছেন। আনন্দ করে রাঁধছেন, আবার সেই সঙ্গে চলেছে গল্পগুজবও। ক্যামেরার সামনে অরিজিতার এই সহজ, প্রাণবন্ত রূপ মন ছুঁয়ে যাচ্ছে দর্শকের। ছোটপর্দার চরিত্র থেকে বেরিয়ে অরিজিতা যেন এবার নিজেকে একেবারে ঘরোয়া স্বাদে তুলে ধরেছেন, যা তাকে আরও কাছের করে তুলছে।

একই সঙ্গে এই পর্ব দেখে অনেকেই মনে করছেন, অরিজিতার জি-বাংলায় ফিরে আসা একটা নতুন সম্ভাবনার ইঙ্গিতও হতে পারে। দর্শকের ভালবাসা পেয়ে আবারও কোনও নতুন ধারাবাহিকে হয়তো খুব শিগগিরই ফিরবেন তিনি। আপাতত ‘রান্নাঘর’-এর এই পর্বেই চোখ রাখছেন তার অনুরাগীরা, যাতে আবার একটিবার প্রিয় ‘কৃষ্ণা’কে পর্দায় দেখা যায় নতুন রূপে।

Piya Chanda

                 

You cannot copy content of this page