জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাগদান পর্ব পেরিয়ে কেরিয়ারে নতুন মোড়ে সুকান্ত! ইউটিউব থেকে এবার সোজা টলিউড! ছোটপর্দায় নায়ক রূপে অভিষেকের পথে সুকান্ত কুন্ডু?

বাংলা টেলিভিশনের পর্দার পরিচিত মুখ ‘অনন্যা গুহ’ (Ananya Guha) ও জনপ্রিয় ইউটিউবার ‘সুকান্ত কুন্ডু’র (Sukanta Kundu) সম্পর্ক এখন নতুন মোড়ে। অনেকদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে তাঁরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বাগদানের মাধ্যমে। সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে তাঁরা আংটি বদলের অনুষ্ঠান হয়। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী ও অন্যজন সমাজ মাধ্যমের জনপ্রিয় মুখ হলেও, তাঁদের প্রেমের গল্প ছিল পর্দার আড়ালে। এবার একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করার পথে দু’জনে।

একদিকে শিশু বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত অনন্যা, অন্যদিকে সমাজ মাধ্যমে সুকান্তর দাপট যে কতটা, তা আলাদা করে বলে দিতে হয় না। ইউটিউব আর ফেসবুকের দুনিয়ায় নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন সুকান্ত কুন্ডু। মজার ভিডিও, ভিন্ন ধারার কনটেন্ট আর প্রাত্যহিক দিনের ব্লগ উপস্থাপনার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন অনেকের পছন্দের মুখ। এবার সেই জনপ্রিয়তা এবার কি নতুন দিক খুলতে চলেছে তাঁর কেরিয়ারে?

সম্প্রতি সুকান্তের একগুচ্ছ ঝকঝকে ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। কালো ব্লেজার আর ম্যারুন টার্টলনেক টপে স্টাইলিশ অবতারে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা, “নতুন সিরিয়ালের লুক, কেমন হয়েছে আসছে খুব শীঘ্রই।” আর তাতেই বাড়ছে জল্পনা— তাহলে কি এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন সুকান্ত? অনেক সময়ই দেখা যায়, সমাজ মাধ্যমের জনপ্রিয় মুখদের অভিনয়ের অফার আসে টেলিভিশন বা ওয়েব সিরিজ থেকে।

কারণ, তাঁদের ফলোয়ার বেস থাকে প্রচুর। সুকান্তও সেই দলে পড়েন। যদিও এখনও কোনো প্রজেক্টের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে তাঁর সাম্প্রতিক ছবি আর হাবভাব দেখে স্পষ্ট— কিছু একটা চমক রয়েছে ঝুলিতে। যদিও এর আগে কখনও সরাসরি অভিনয় করেননি, কিন্তু ক্যামেরার সামনে তাঁর সাবলীলতা আর আত্মবিশ্বাস যে কারও নজর কাড়ে। অনেক নেটিজেন ইতিমধ্যেই কমেন্টে লিখেছেন— “অভিনেতা হিসেবেও তুমি দারুণ করবে!”

এই উচ্ছ্বাস প্রমাণ করে, তাঁর প্রতি দর্শকদের প্রত্যাশা কতটা বেশি। সব মিলিয়ে বলা যায়, ইউটিউবার থেকে অভিনেতা— সুকান্ত কুন্ডুর কেরিয়ার গ্রাফ যেন ক্রমশ আরও উঁচুতে উঠছে। ঠিক কী চরিত্রে তিনি পর্দায় ধরা দেবেন, কবে আসবে সেই নতুন সিরিয়াল— এসব প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা। তবে আপাতত তাঁর অনুরাগীরা অপেক্ষায়, প্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে এবার ছোটপর্দায় নতুন রূপে দেখার।

Tolly Tales