এবারের সানডে ধামাকা পর্বে ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No.1)-এর হাসি, মজা আর টেলিভিশনের পরিচিত মুখদের নিয়ে শুরু হচ্ছে এক জমজমাট পর্ব। তবে এই পর্বে কোনও জনপ্রিয় অভিনেত্রী নয়, পর্দা কাঁপানো অভিনেতাদের সঙ্গেই স্টেজ মাতাতে হাজির হচ্ছেন তাঁদের মায়েরা। আর সেই পর্বেরই প্রোমো এখন ভাইরাল। কারণ সেখানে ‘রচনা বন্দ্যোপাধ্যায়’ (Rachana Banerjee) এক মজার ট্যাগ জুড়ে দিয়েছেন এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে, যা শুনে চমকে উঠেছেন অনেকেই।
জানা যাচ্ছে, এই পর্বে অতিথি হিসেবে আসছেন ‘উড়ান’-খ্যাত অভিনেতা ‘ধ্রুব জ্যোতি সরকার’ (Dhruba Jyoti Sarkar) । মায়ের সঙ্গে এসেই প্রথমেই পড়লেন রচনার মজার টিপ্পনির মুখে। মজা করতে করতেই রচনা সোজাসুজি বললেন ধ্রুবর মাকে, “ছেলের বিয়ের কথা বলুন তো!” আর এতেই শুরু হল হাসির রোল। ধ্রুবর মা জানালেন, তাঁর বড় ছেলে বিয়ে করে ফেললেও ধ্রুব এখনই বিয়ে করতে নারাজ। তিনি সাফ জানিয়ে দেন— ছোট ছেলে বিয়ে করতে চায় না।
এই কথার পরই রচনা টেনে আনলেন এক পুরনো, কিন্তু মজার প্রসঙ্গ— ‘কার্তিক’। তিনি বললেন, “তাহলে তো ছোট ছেলে কার্তিক!” এই মন্তব্যের সঙ্গে সঙ্গে টেলিভিশনের পর্দা কাঁপানো ‘চিরকুমার কার্তিক’-এর ট্যাগ জুড়ে গেল ধ্রুবর নামের পাশে। খোদ রচনার কাছ থেকে এমন উপাধি পেয়ে ধ্রুবও থেমে থাকেননি। মজার ছলে বলে ফেলেন, “আমি দরজায় দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ব।” পুরো সেটই যেন মেতে ওঠে হো হো হাসিতে।
উল্লেখ্য, কার্তিক ঠাকুরের নামে এই রেফারেন্স একেবারেই বাঙালির ঘরোয়া সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি রীতির অংশ, যেখানে চিরকুমার ঠাকুরকে নববিবাহিতদের বাড়ির সামনে রেখে আসার রীতি প্রচলিত। আর সেই তুলনা যখন টেলিভিশনের প্রিয় অভিনেতার সঙ্গে মিশে যায়, দর্শকদের মজাও হয় দ্বিগুণ। ধ্রুবর এই হাস্যরসাত্মক জবাব তাঁকে নিয়ে চর্চা আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ বাগদান পর্ব পেরিয়ে কেরিয়ারে নতুন মোড়ে সুকান্ত! ইউটিউব থেকে এবার সোজা টলিউড! ছোটপর্দায় নায়ক রূপে অভিষেকের পথে সুকান্ত কুন্ডু?
এই বিশেষ পর্বে ধ্রুব ছাড়াও থাকছেন সায়ক চক্রবর্তী, ঋষভ চক্রবর্তী এবং অর্কজ্যোতি পাল চৌধুরী, সঙ্গে থাকছেন তাঁদের মায়েরা। মাতৃত্ব, সম্পর্ক এবং ছেলেদের না বলা গল্প— সব মিলিয়ে এই সানডে ধামাকা হতে চলেছে আবেগ, বিনোদন আর ভালবাসার সংমিশ্রণ। আর ধ্রুবর ‘কার্তিক’ ট্যাগ এখন থেকেই নেটপাড়ায় ভাইরাল! আরো জানতে চোখ রাখুন ১৩ এপ্রিল রবিবার জি বাংলার পর্দায়।