জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ প্রতিদিনই দর্শকদের নতুন চমক দিয়ে চলেছে। রায়ান-শিরিন-পারুলের সম্পর্কের জটিলতা, আর সেই সঙ্গে তুর্যের উপস্থিতি আরও বেশি উত্তেজনা তৈরি করেছে ধারাবাহিকের গল্পে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রতিটা টুইস্ট দর্শকদের নজর কেড়েছে।
গত পর্বে দেখা গিয়েছে, রায়ানের বাড়িতে পারুল ফুড ডেলিভারি করতে আসে। কিন্তু সেখানেই শুরু হয় নতুন কাণ্ড। রায়ান পারুলের কাছ থেকে খাবার নিতে গেলেই দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পারুল জানিয়ে দেয়, সে রায়ানকে খাবার দিতে নারাজ। কিন্তু রায়ান সাফ জানিয়ে দেয়, খাবারের জন্য টাকা দিয়েছে সে। এরপরই উত্তেজনা চরমে ওঠে। ঝগড়াঝাটির মাঝে দু’জনেই পড়ে যায় মাটিতে। আর এই দৃশ্য দেখে উপস্থিত থাকে শিরিন। রাগে ফুসে উঠে সে নিজের ঘরে চলে যায় এবং রায়ানের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়।

এরপরই রায়ান পারুলকে ফোন করে বারবার অনুরোধ করতে থাকে শিরিনের কাছে সত্যিটা জানাতে। রায়ান জানায়, ইচ্ছাকৃতভাবে নয়, ঘটনাচক্রে সে পারুলের গায়ে পড়ে গিয়েছিল। কিন্তু পারুল একেবারেই রায়ানের কথা শুনতে নারাজ। উলটে সে জানিয়ে দেয়, আগেই রায়ানকে সাবধান করেছিল শিরিনের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য। এই নিয়ে দু’জনের মধ্যে ফোনে তুমুল বচসা হয়। একদিকে রায়ান ফোনে ব্যস্ত, অন্যদিকে সে বিয়ারের জন্য প্রতিবেশীর বাড়িতে যায়। প্রতিবেশীও তাকে ঘর থেকে বিয়ার নিয়ে যেতে বলে। কিন্তু সেখানেই ঘটে যায় বড় দুর্ঘটনা।
পরিণীতা আজকের পর্ব ১১ এপ্রিল (parineeta today episode 11 April)
আজকের পর্বে দেখা যাবে, রায়ান যখন বিয়ার নিয়ে ফিরে আসে, তখনই তূর্য প্রতিবেশীকে মেরে ফেলে এবং তারপরে খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তখনও পারুল এবং রায়ানের মধ্যে ঝামেলা চলতেই থাকে এর পরে রায়ান ফোন কেটে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় খুনের কথা শিরিন এসে রায়ানকে জানায় এবং তখন রায়ান শিরিন কে বলে সেই রাতে তার বাড়িতে গিয়েছিল বিআর আনতে তখন শিরিন তাকে উপদেশ দেয় সে যেন পুলিশকে এসব ব্যাপারে কিছু না বলে।
আরও পড়ুনঃ এখনই বিয়ে করতে চায় না ছেলে! ধ্রুব নাকি চিরকুমার কার্তিক! —‘দিদি নম্বর ওয়ানে’ রচনার খোঁচায় ছেলের গোপন কথা ফাঁস করলেন মা!
অন্যদিকে দেখা যায় সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে খুনের আগে রায়ানের সঙ্গেই শেষ বারের মতো তার কথা হয়েছে সেখান থেকেই পুলিশের সন্দেহ বাড়তে থাকে কেন রায়ান প্রথমেই বলেনি যে তাদের রাতে দেখা হয়েছিল উল্টে রায়ান মিথ্যে কথা বলেছে সে নিজের ফ্ল্যাটেই ছিল। এই অবস্থায় পুলিশ তাকে সন্দেহ করে এবং গ্রেফতার করে ঠিক সেই সময় এসে পৌঁছায় পারুল। দেখা যাক আগামী পর্বে পারুলকে রায়ানকে মিথ্যে খুনের হাত থেকে বাঁচাতে পারবে?