জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সুসংবাদ! সৃজন অতীত, পর্দায় ফিরছে ‘নিম ফুলের মধু’র পর্ণা! জানেন কি, বিশেষ চমকের সঙ্গে অভিনেত্রী পল্লবীর সঙ্গে জুটি বাঁধছে কে?

সবেমাত্র মাসখানেক হলো শেষ হয়েছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। দীর্ঘমেয়াদি এই সিরিয়াল (Serial) দর্শকের মনে চিরস্থায়ীভাবে আলাদা করে জায়গা নিয়েছে। এক কথায় নিঃসন্দেহে বলা যেতে পারে, একান্নবর্তী পরিবারের আদর্শ নিদর্শন ছিল এই গল্প।

তবে, এই গল্প শেষ হতে না হতেই রুবেলের শুরু হয়ে গিয়েছিল নতুন ধারাবাহিকের শুটিং। এখন, অভিনেতাকে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিককে। কিন্তু, সকলের প্রিয় পর্ণা অর্থাৎ পল্লবীকে শেষবারের মতো দেখা হয়েছিল ‘নিম ফুলের মধু’তেই।

বর্তমানে শোনা যাচ্ছে আবারও ছোটপর্দায় কামব্যাক করতে চলেছে পল্লবী। তবে, চ্যানেল কর্তৃপক্ষর থেকে কোনো কিছু শোনা না গেলেও সমাজমাধ্যমে জানা যাচ্ছে আসন্ন দিনে পল্লবী দেখা যাবে নতুন রূপে।

বলাই বাহুল্য অভিনেত্রী তাঁর প্রতিটা সিরিয়াল এই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। টেলি পাড়ার গুঞ্জন অভিনেত্রীর আগামী ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়। এমনকি, পল্লবীর নায়ক হতে চলেছে প্রতীক সেন।

‘নিম ফুলের মধু’ ও ‘উড়ান’ ধারাবাহিক শেষ হওয়ার পর পল্লবী-প্রতীককে জুটি হিসাবে ফেরাচ্ছে অর্গানিক স্টুডিও। বলাই বাহুল্য, টেলিভিশন জগতের নতুন জুটি আসছে শুনে আগ্রহী রয়েছেন অনেক দর্শকেরাই। কিন্তু, এই সব কোনো খবরেই শিলমোহর পরেনি।

Pallavi Sharma, Pratik Sen, new Bengali serial, Zee Bangla, Tollywood news, Pallavi-Pratik pair, upcoming serial rumor, Pallavi Sharma new show, Pratik Sen latest news, Neem Phooler Madhu, Uraan, পল্লবী শর্মা, প্রতীক সেন, নতুন ধারাবাহিক, পল্লবী প্রতীক জুটি, জি বাংলা, বাংলা সিরিয়াল, নতুন সিরিয়াল, টলিপাড়া খবর, পল্লবীর নতুন নায়ক, প্রতীকের কামব্যাক, ধারাবাহিকের নতুন জুটি, প্রতীক সেন ধারাবাহিক, নিম ফুলের মধু, উড়ান

Piya Chanda