টলিউডের গ্ল্যামার দুনিয়ায় জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ট্রোলও যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজকের দিনে তারকাদের লাইমলাইটের সঙ্গে জুড়ে গিয়েছে সমালোচনার তীব্র ঝড়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে কে কী পরলেন, সেটা নিয়ে আলোচনা তো হবেই, তার সঙ্গে ট্রোলও চলে আসে অবধারিত ভাবে। কেউ একটু সাহসী পোশাক পরলেই শুরু হয়ে যায় চরিত্র বিচার থেকে শুরু করে নানান খোঁটা।
এবার সেই ট্রোলের শিকার হলেন টলিপাড়ার পরিচিত মুখ, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ দেখে দর্শকরা তাঁকে আপন করে নিয়েছিলেন। সংসারী, সাধারণ মায়ের চরিত্রে তাঁকে দেখে অভ্যস্ত দর্শক। অথচ পর্দার বাইরে অরিজিতার সাজ-পোশাক দেখে কার্যত চোখ কপালে উঠেছে অনেকের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অরিজিতার একটি ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে তাকে দেখা গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ড্রেসে। তবে সেই পোশাকের কাট-ছাঁট নিয়েই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। ছবিতে অরিজিতার ক্লিভেজ স্পষ্ট, আর এতেই যেন আগুনে ঘি পড়েছে। কেউ বলছেন, “বয়স বাড়লে মাথা খারাপ হয় নাকি? আবার কেউ লিখেছেন, “ইন্ডাস্ট্রির বয়স্ক অভিনেত্রীরা এখন কম্পিটিশনে টিকে থাকার জন্য আর কত নিচে নামবে?”
অনেকে আবার অরিজিতার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ‘নিম ফুলের মধু’ দেখে যে সাধারণ মায়ের চরিত্রে দর্শক তাকে চিনেছে, বাস্তবে সে একেবারেই অন্যরকম। তবে এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় এখন মূল আলোচনার বিষয়, অরিজিতার এই ‘ফ্যাশন সেন্স’ আদৌ মানানসই কি না। কেউ কেউ তো তাঁকে ট্রোল করতে গিয়ে মিম বানিয়েও ছেড়েছেন। কারও বক্তব্য, সিরিয়ালে কম্পিটিশন না থাকলে বাস্তবে এমন গেম খেলতে হয়?
আরও পড়ুনঃ সুসংবাদ! সৃজন অতীত, পর্দায় ফিরছে ‘নিম ফুলের মধু’র পর্ণা! জানেন কি, বিশেষ চমকের সঙ্গে অভিনেত্রী পল্লবীর সঙ্গে জুটি বাঁধছে কে?
সব মিলিয়ে ট্রোলিং যেন দিনদিন অভিনেত্রীদের লাইফের এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অরিজিতা এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। এবার দেখার পালা, এই সমালোচনার জবাব তিনি কীভাবে দেন!