অভিনয় জগতের পরিচিত মুখ হলেও ‘সুস্মিতা রায় চক্রবর্ত্তী’র (Susmita Roy Chakraborty) জীবনটা শুধুমাত্র গ্ল্যামারে মোড়া নয়। ‘কৃষ্ণকলি’-র পার্বতী থেকে শুরু করে ‘জগদ্ধাত্রী’, ‘যোগমায়া’, ‘অপরাজিতা অপু’-তে একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে টেলিভিশন দর্শকের মন জয় করেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি তার আরেকটি পরিচিত পরিচয় হল, সমাজ মাধ্যমের ‘কুটনি বৌদি’। সম্পর্কে অভিনেতা ‘সায়ক চক্রবর্তী’র (Sayak Chakraborty) বৌদি, তিনিই এই নামকরণের নেপথ্যে। তবে পর্দার আলো-ঝলমলে চরিত্রের আড়ালে তার জীবনেও রয়েছে গভীর এক দুঃখের অধ্যায়।
ব্যক্তিজীবনে সুস্মিতা একজন সফল উদ্যোক্তা। ‘মেডো কার্ট বিজনেস’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নিজেই ব্যবসা সামলাচ্ছেন। এই অ্যাপে কাঁচা দুধ থেকে শুরু করে ঘি, ডিম, মধু, দই, ফলমূল—সবকিছুই পাওয়া যায় একেবারে ফার্ম থেকে গ্রাহকের ঘরে সরাসরি পৌঁছে দেওয়ার মডেলে। একাধারে অভিনয় আর ব্যবসা—দুটোই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন তিনি। কিন্তু এই বহুমুখী পরিচয়ের আড়ালেই আছে এক অপূরণীয় ক্ষতির কাহিনি, যা এখনও তার জীবনের গভীর দাগ হয়ে রয়ে গেছে।
এক সাক্ষাৎকারে সুস্মিতা ভাগ করে নিয়েছেন তার মাতৃত্ব-যন্ত্রণার অভিজ্ঞতা। প্রথম সন্তানকে হারান তিনি এক চিকিৎসা-ভুলের কারণে। সি-সেকশনের সময় সন্তানের মৃত্যুর সেই মুহূর্তকে তিনি ব্যথা নয়, অব্যক্ত শূন্যতা বলেই বর্ণনা করেছেন। যন্ত্রণায় ছটফট করলেও চোখের জল ফেলতে পারেননি তিনি—শুধু শারীরিক নয়, মানসিকভাবেও যেন অনুভূতিগুলো জমাট বেঁধে গিয়েছিল। স্বামী সব্যসাচী চক্রবর্তীর পাশে থেকেও সেই মুহূর্তের কষ্ট ভাগ করে নিতে পারেননি সুস্মিতা, বরং তাকে নিজের অনুভূতি গিলে ফেলতে হয়েছিল, যাতে শরীরের ক্ষত আর না বাড়ে।
আজও সেই স্মৃতি থেকে তিনি পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি। বরং দিন যতো গড়িয়েছে, ততটাই প্রবল হয়েছে তার ‘মা’ হওয়ার আকাঙ্ক্ষা। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, অভিনয় কিংবা ব্যবসা নয়—মাতৃত্বই তার জীবনের বড় স্বপ্ন। সংসার, সন্তান, এক সহজ, পরিপূর্ণ জীবনের প্রত্যাশা এখনো তার মনে রয়ে গেছে। তবে বাস্তব সব সময় ইচ্ছের সঙ্গে তাল মেলায় না। অনেক সময় পরিস্থিতি চাইলেও পাশে দাঁড়ায় না। তবুও সুস্মিতা আজও আশাবাদী, হয়তো কোনওদিন সেই স্বপ্ন বাস্তব হয়ে উঠবে।
আরও পড়ুনঃ ‘বুড়ো বয়সে কচি সাজার চেষ্টা!’ বয়স ভুলে গ্ল্যামার দেখাতে ব্যস্ত বাবুর মা! সাহসী পোশাকে উন্মুক্ত ক্লিভেজ দেখে তীব্র ট্রোল নেটপাড়ায়
নিজের অতীত নিয়ে খোলাখুলি বলার সাহস দেখিয়েছেন সুস্মিতা। আজও তিনি বলেন—‘আমি খুবই চাই মা হতে, কিন্তু জানি না সেই ইচ্ছা কোনওদিন পূর্ণ হবে কি না।’ এই অকপট স্বীকারোক্তি নিছক আবেগ নয়, বরং একজন নারীর হার না মানা মানসিকতার প্রতিচ্ছবি। অভিনয়জীবনে যেমন তিনি সাহসী চরিত্রে অভিনয় করেছেন, তেমনই বাস্তব জীবনে এক ভাঙা অধ্যায়কে বুক চিতিয়ে মেনে নিয়ে নতুন করে এগিয়ে চলার নামও সুস্মিতা রায়।