জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সংবাদপাঠিকা থেকে অভিনয়জগতে জনপ্রিয় মুখ! দর্শকের মনে আজও গাঁথা ‘সুবর্ণলতা’র সেজো বউ চরিত্র, ফের কবে ছোট পর্দায় ফিরবেন স্নেহা?

কলকাতার গৌরীপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম অভিনেত্রী ‘স্নেহা চট্টোপাধ্যায়’ (Sneha Chatterjee) এর। বাবা-মায়ের স্বপ্ন ছিল, তাঁদের মেয়ে ভবিষ্যতে হোক ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। কিন্তু ছোটবেলা থেকেই স্নেহার চোখে ছিল অভিনয়ের আলো। স্কুলে এক মঞ্চ নাটকে অভিনয় করে যে হাতেখড়ি, সেখানেই দর্শকের প্রশংসায় নিজের ভিত শক্ত করেন তিনি। সেই মুহূর্তেই যেন ঠিক করে ফেলেছিলেন, পড়াশোনার পাশপাশি অভিনয় হবে তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।

স্নেহা পড়াশোনা করেছেন ‘সেন্ট জেভিয়ার্স’ কলেজ থেকে। তবে কলেজ জীবনে শুধুই পড়ুয়া হয়ে থাকেননি তিনি। নিজের খরচ চালাতে টিউশন করাতেন, পাশাপাশি টেলিভিশনে খবর পাঠকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সংবাদপাঠিকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ পরিবারে গর্বের বিষয় হলেও ধারাবাহিকের জগতে পা রাখার সিদ্ধান্ত সহজ ছিল না। পরিবারের পক্ষ থেকে প্রবল আপত্তি ছিল অভিনয়ের এই ধারাবাহিক পথচলা নিয়ে। তবু থেমে যাননি স্নেহা।

Sneha Chatterjee, Bengali Television, Bengali Actress, Bengali Serial, স্নেহা চ্যাটার্জি, বাংলা সিরিয়াল

পড়াশোনার পাঠ চুকিয়ে যখন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক সেই সময়ই সুযোগ আসে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে কাজ করার। এ যেন ভাগ্যের খেলা। ছোটপর্দায় এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপর একের পর এক কাজ— ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে সেজো বউয়ের চরিত্র, ‘জলনূপুর’ ও ‘নকশি কাঁথা’-তে দুর্দান্ত নেগেটিভ রোলে নজর কেড়েছেন স্নেহা। তাঁর অভিনয়ে ছিল আত্মবিশ্বাস আর সংযমের ছাপ।

sneha chatterjee

যা সহজেই দর্শকের মনে জায়গা করে নেয়। শুধু চরিত্র নয়, নিজের পরিশ্রম আর টিকে থাকার জেদ দিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন স্নেহা। কখনও প্রধান চরিত্র, কখনও পার্শ্বচরিত্র— সবেতেই সমান দক্ষতায় অভিনয় করেছেন তিনি। সময়ের সঙ্গে বদলে গিয়েছে ট্রেন্ড, বদলেছে টেলিভিশনের ভাষা, কিন্তু স্নেহার প্রতি দর্শকের ভালোবাসা কিন্তু একটুও কমেনি। বরং, মাঝেমধ্যে তাঁর পুরনো ধারাবাহিকের দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

আর মানুষ জানতে চায়— আজ কোথায় স্নেহা? আর এখানেই প্রশ্নটা উঠে আসে— ফের কবে ছোট পর্দায় ফিরবেন অভিনেত্রী? বহুদিন টিভির পর্দায় অনুপস্থিত তিনি। না কোনো নতুন ধারাবাহিক, না কোনো রিয়ালিটি শো— স্নেহা যেন একটু আড়ালে থাকতেই বেশি স্বচ্ছন্দ। তবে তাঁর অভিনয় অনুরাগীরা আজও অপেক্ষায়, আবার কবে সেই চেনা গলায়, সেই সাবলীল অভিনয়ে ফিরে আসবেন তাঁদের প্রিয় স্নেহা চট্টোপাধ্যায়।

Piya Chanda