বাংলা টেলিভিশন জগতে প্রায় সকল দর্শকেরাই বিশেষত টেলিভিশনের সিরিয়ালপ্রেমীরা বিভিন্ন নামকরা চ্যানেলের বিনোদনমূলক বিভিন্ন সিরিয়াল দিয়ে ভরে থাকে তাঁদের সন্ধ্যে। কারোর পছন্দ ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Choya), আবার কারোর পছন্দ ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu), ‘সোহাগ চাঁদ’। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত নানা ধারাবাহিককে কেন্দ্র করে।
আর বিভিন্ন সিরিয়াল পছন্দ হবার মধ্য থেকেই সকলের নজর এড়িয়ে দর্শকদের অদৃশ্যেই চলতে থাকে টিআরপির দৌড়। এই দৌড় যেন এক ধারাবাহিকের অস্তিত্বের আসল লড়াই। টিআরপির নাম্বারই দেখেই বোঝা যায় কোন মেগার আয়ু কত দিনের। সিরিয়াল নির্মাতাদের মধ্যে সপ্তাহ কিংবা মাসের শেষে লক্ষ্য থাকে একটাই, টিআরপির শীর্ষ থাকবে কার দখলে।
এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে, দর্শকদের মন দখল করার দৌড়ে এগিয়ে রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কথা’ এবং জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’। দর্শকদের বিচারে এই দুই ধারাবাহিক পেয়েছে ৭.৪। এরপর, দ্বিতীয় স্থান দখল করেছে ‘গীতা’ এবং ‘পরিণীতা’। এই দুই ধারাবাহিক নম্বারের ভিত্তিতে পেয়েছে ৭.৩। এরপর, একে একে টিআরপি তালিকার স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’, ‘উড়ান’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। এই সিরিয়ালগুলি নাম্বারের ভিত্তিতে পেয়েছে ৭.২, ৬.৯ এবং ৬.৭।
দেখে নিন, চলতি সপ্তাহে টলিউডের বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা-
BT •• কথা, ফুলকি 7.4
2nd •• গীতা, পরিণীতা 7.3
3rd •• জগদ্ধাত্রী 7.2
4th •• উড়ান 6.9
5th •• কোন গোপনে 6.7