Entertainment

দজ্জাল শাশুড়ির শিমুলের উপর অত্যাচার হাতিয়ে নিল টিআরপি স্লট! মুকুট হেরে ভূত হয়ে ঘনাচ্ছে শেষের আশঙ্কা! ৯+ পেয়ে অনুরাগের ছোঁয়ার জয়জয়কার

বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিনটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। কারণ এই লক্ষী বাড়ে কোন সিরিয়ালের ভাগ্যে লক্ষ্মী এলো সেটা জানা যায়। আশা করছি লক্ষী বলতে কিসের কথা বলা হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, এখানে লক্ষ্মী অর্থাৎ টিআরপি।

এই টিআরপির কারণে বাংলা সিরিয়ালে নানা ধরনের বদল এবং পরিবর্তন আনা হয়। কখনো কখনো সিরিয়াল শেষ করে দেওয়া হয় আবার কখনো কখনো সেটা সম্প্রচারের সময় অর্থাৎ তার স্লট পাল্টে দেওয়া হয়। পুরোটা নির্ভর করছে টিআরপির ওপর। আতিয়ার কে নির্ভর করছে দর্শকরা কতটা কোন সিরিয়ালকে গ্রহণ করছে তার ওপর।

এই পুরো বিষয়টা একটা চক্রের মত আবর্তিত হতে থাকে। তবে নির্দিষ্ট একটা সময়ের পর টিআরপি ভালো হলেও গল্প শেষ করে দিতে হয় কারণ তখন নতুন গল্প আনার সময় হয়ে যায় ধারাবাহিক নির্মাতাদের কাছে বা চ্যানেলের কাছে। এবার কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কোন সিরিয়াল কোন স্থানে রয়েছে এবং কত পয়েন্ট পেল।

এবারের টপ ফাইভ লিস্ট আর গত সপ্তাহের লিস্ট একবারে এক রয়েছে। স্লট অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যাবে এবার বেশ কিছু সিরিয়াল যেগুলি চলতি সেগুলি যেমন হারিয়ে যাচ্ছে নতুন সিরিয়ালের কাছে তেমন নতুন সিরিয়ালগুলো অনেক সময় পুরনো সিরিয়ালের কাছে পেরে উঠছে না। উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে এই সপ্তাহে নতুন শুরু হওয়া কার কাছে করি মনের কথা সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে হারিয়ে দিল আবার। এদিকে আবার বহুদিন ধরে শোনা যাচ্ছিল শেষ হয়ে যাবে হরগৌরি পাইস হোটেল কিন্তু নতুন শুরু হওয়া মুকুট তার কাছে স্লট পাচ্ছে না এবং মুকুটের ক্ষেত্রে এই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আরও তীব্র হয়ে উঠছে।

আবার যদি দেখা যায় টপ ফাইভ তালিকায় অনুরাগের ছোঁয়া বহুদিন পর ৯+ টিআরপি পেল। এতদিন আটের ঘরে ছিল এবার সেখান থেকে আস্তে আস্তে তার উত্তোরণ হতে হতে এই পর্যায়ে পৌঁছে গেছে আবার। নতুন শুরু হওয়া ফুলকি বরাবর থেকেই তার স্থান ধরে রেখেছে। আর মাঝে মাঝে জগদ্ধাত্রীকে টক্কর দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে বিগত দুই সপ্তাহ ধরে দেখা যাচ্ছে তৃতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল।

এক নজরে দেখুন সেরা পাঁচ:

১ম •• অনুরাগের ছোঁয়া ৯.০ 👑
২য় •• জগদ্ধাত্রী ৮.৭
৩য় •• ফুলকি ৮.৫
৪র্থ •• রাঙা বউ ৭.৯
৫ম •• নিম ফুলের মধু ৭.৭

[ TRENDING ]

কার কাছে কই – ৫.৬
কমলা ও শ্রীমান – ৪.৫

Titli Bhattacharya