জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্বামীর সঙ্গে সব ছবি মুছে আলোচনায় অনামিকা! উদয়ের সাফল্যই কি তবে দম্পতির সম্পর্কের ভাঙনের কারণ? গুঞ্জন শুরু হতেই কি বললেন দম্পতি?

টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি উদয় প্রতাপ সিংহ এবং অনামিকা চক্রবর্তীকে ঘিরে গত কয়েক দিন ধরেই তুমুল গুঞ্জন। ‘পরিণীতা’ ধারাবাহিকের রায়ান চরিত্রে উদয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ঠিক এর মধ্যেই অনামিকা তাঁর সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে স্বামীর সঙ্গে থাকা সমস্ত ছবি সরিয়ে দেন। আর এতেই জোরদার আলোচনার জন্ম। অনেকেই ধরে নেন হয়তো দম্পতির সম্পর্কের মধ্যে কোনও অস্বস্তি তৈরি হয়েছে। কেউ কেউ তো আবার উদয়ের সাফল্যকে দায়ী করতে শুরু করেন।

গুঞ্জন বাড়তেই মুখ খুলতে বাধ্য হন উদয়। তিনি স্পষ্ট জানান যে এই ধরনের সন্দেহ এবং মন্তব্যের কোনও ভিত্তি নেই। তাঁর কথায়, সমাজে পরিচিত মুখ হলে নানান পরিস্থিতির মধ্যে পড়তে হয় এবং তা তাদের ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব ফেলে না। বরং এই ধরনের কথাবার্তা নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজনই নেই। উদয় মনে করেন, যে কোনও অভিনেতাকেই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং তিনি সেসবকে গুরুত্ব দিতে নারাজ।

একই মত প্রকাশ করেন অনামিকাও। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবন না দেখানোর সিদ্ধান্ত তাঁর বহুদিনের। তিনি জানালেন, তাঁর প্রোফাইল তাঁর কাজের জায়গা এবং সেখানে তিনি ব্যক্তিগত কোনও কিছু তুলে ধরতে আগ্রহী নন। অনামিকা আরও বলেন যে তাঁর ব্যক্তিগত বিষয়ে বাইরের কারও কাছে ব্যাখ্যা দেওয়ার কোনও প্রয়োজন তিনি অনুভব করেন না। মানুষ যা খুশি তাই লিখে দেন এবং সে সব মন্তব্য নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে তাঁর নেই।

দম্পতির বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে তাঁদের সম্পর্ক নিয়ে ওঠা জল্পনায় কোনও সত্যতা নেই। বরং তাঁরা নিজেদের মতো করে শান্তিতেই সংসার ও কাজ সামলাতে চান। মানুষের ধারণা কিংবা অনলাইন মন্তব্যে তাঁদের সিদ্ধান্ত বা সম্পর্ক যে নড়বে না তা বারবার জানিয়ে দিয়েছেন দুজনেই।

সব মিলিয়ে অনামিকার ছবি সরানোর সিদ্ধান্ত থেকেই যে এত গুঞ্জনের সৃষ্টি তা এখন স্পষ্ট। তবে উদয় এবং অনামিকা দুজনেই জানিয়ে দিয়েছেন যে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বাইরের কৌতূহলের কোনও মূল্য নেই। তাঁরা নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করেই এগিয়ে যেতে চান এবং মানুষের অনুমানকে পাত্তা দিতে একেবারেই রাজি নন।

Piya Chanda