জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিং সেটে গু’রুতর দু’র্ঘট’নার শিকার উজান গঙ্গোপাধ্যায়! হবে অস্ত্রোপচার

নিজের পরিচালিত প্রথম ছবির শুটিং করতে গিয়েই বড় বিপদের মুখে পড়েছিলেন কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে উজান গঙ্গোপাধ্যায়। অ্যাকশনধর্মী একটি দৃশ্য ধারণের সময় তিনি হঠাৎই পিছলে গিয়ে পড়ে যান ক্যামেরা ট্রলির রেলের উপর। তীব্র ব্যথা নিয়ে উঠে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে তাঁর। পরে চিকিৎসকদের পরামর্শে জানা যায় তাঁর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং অস্ত্রোপচার করানো ছাড়া উপায় নেই।

এই গুরুতর চোটের পরও বর্তমানে হাসপাতালে নয়, বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন উজান। তিনি জানিয়েছেন, ডান হাঁটুর অবস্থা বেশ খারাপ এবং সার্জারি করতে আরও এক থেকে দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই সময়টা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। তিনি বলেন যে এখন প্রতিটি নড়াচড়াই খুব সাবধানে করতে হচ্ছে এবং ব্যথা এখনও যথেষ্ট রয়েছে।

চোট এতটাই গুরুতর হওয়া সত্ত্বেও শুটিং বন্ধ করেননি উজান। তাঁর কথায়, কাজের প্রতি দায়বদ্ধতাই তাঁকে সেটে ফিরতে বাধ্য করেছে। তিনি স্পষ্ট বলেন যে নিজের জন্য পুরো টিম বা প্রযোজকের আর্থিক ক্ষতি হোক, সেটা তিনি কোনওভাবেই চাননি। তাই যেটুকু শুটিং এখনই করা সম্ভব, সেটুকু শেষ করে নেওয়াই তাঁর কাছে সঠিক মনে হয়েছে।

প্রথম পরিচালনার ছবি নিয়ে উজানের উচ্ছ্বাস অনেকদিন ধরেই। তবে চোটের কারণে এই মুহূর্তে ছবির বিষয়ে খুব বেশি কথা বলতে চাইছেন না তিনি। তবুও ছবির ঘরানা নিয়ে ইন্ডাস্ট্রি মহলে গুঞ্জন চলছে যে তিনি একেবারে হাস্যরস ও প্রেমের সংমিশ্রণে একটি ফিল্ম তৈরি করছেন, যা তাঁর প্রথম পরিচালনা ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

চোটের ধাক্কা সামলে এখন ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে হাঁটছেন উজান। সামনে অস্ত্রোপচার, তারপর আরও কয়েক মাসের রিহ্যাব থাকতে পারে। কিন্তু তবুও তাঁর মনোবল অটুট। কাজের প্রতি তাঁর এই নিষ্ঠা এবং লড়াইয়ের মানসিকতা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।

Piya Chanda

                 

You cannot copy content of this page