জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দেখাচ্ছে নো বল এদিকে আউট! ক্রিকেটের সংজ্ঞা বদলে ফেলে সোশ্যাল মিডিয়া জুড়ে চরম কটাক্ষের মুখে উমা, ‘আবার বলছি গাঁ’জাখুরি কম কর’, বলছেন নেটিজেনরা

বাঙালি দর্শকদের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম বাংলা ধারাবাহিকগুলি। বেশকিছু যুগ ধরে একের পর এক নতুন ধারাবাহিক চলছে। সময় এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে গল্প বলার ধরন এবং ধারাবাহিকের বিষয়বস্তু।

আগে যেখানে ধারাবাহিকগুলোতে বিভিন্ন সামাজিক বিষয়বস্তু স্থান পেত সেখানে এখন বিষয়বস্তুর ক্ষেত্রে কোনো কোনো ধারাবাহিকে অনেক আধুনিকতা এসেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধারাবাহিক গুলিতে সাংসারিক কুটকাচালি বা পর’কীয়ার মতো বিষয় দেখানো হয়। আবার কোন কোন ক্ষেত্রে বাংলা ধারাবাহিকগুলিতে দেখা যায় প্রায়শই গল্পের গরু গাছে ওঠে। আবার কোন কোন ক্ষেত্রে গাঁ’জাখুরি গল্প।

এবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়ল ধারাবাহিক উমা। অনেকদিন ধরেই এই ধারাবাহিক জনপ্রিয়তা অর্জন করেছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। ধারাবাহিকের মুখ্য চরিত্র অর্থাৎ উমা একজন মহিলা ক্রিকেটার।

এই মুহুর্তে উমাকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে তুলে ধরা হয়েছে। তবে এর মধ্যেই ধারাবাহিকের একটি নতুন পর্ব নিয়ে শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। কী এমন করলো উমা?

ওই পর্বে দেখা গেছে যে নো বলে আউট করে দিয়েছে উমা। এই নিয়ে জোর হাসাহাসি শুরু হয়েছে। কেউ কেউ জিজ্ঞাসা করছে ম্যাচ ফিক্সিং ছিল নাকি? আবার কেউ বলছে এর থেকে কার্টুন দেখা ভালো।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)

ক্রিকেটের নিয়মকানুন না মেনে ধারাবাহিক সম্প্রচার করা হচ্ছে এ নিয়ে ক্ষুব্ধ দর্শকদের মধ্যে একাংশ। তারা প্রশ্ন তুলে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষের দিকে। তবে এটা প্রথমবার নয় যে এই ধারাবাহিককে কটাক্ষের মুখে পড়তে হলো। এর আগেও উমার উল্টো ব্যাটে সেঞ্চুরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ হয়েছিল।

Piya Chanda

                 

You cannot copy content of this page