Connect with us

Tollywood

দেবের পর এবার জিৎয়ের সুযোগ, প্রথমবার বড় পর্দায় জিৎ-প্রসেনজিৎ একসঙ্গে কাজ করবেন, উচ্ছ্বাস ভক্তদের মধ্যে!

Published

on

Jeet Prasenjit

দুজনেই চলচ্চিত্রের সুপারস্টার। টলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুজনে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন বাঙালি সিনেমাপ্রেমী দর্শকদের। এবার এই দুজনের অনুরাগীদের জন্য এল বড় খবর।

পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই দুই সুপারস্টারকে। এর আগে দেব এবং জিৎ একসঙ্গে অভিনয় করেছিলেন দুই পৃথিবী সিনেমাতে। তবে প্রসেনজিৎ এবং জিতকে একসঙ্গে দেখার সুযোগ হয়নি দর্শকদের। এবার সেই সুযোগ আসছে।

সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত আয় খুকু আয় ছবিটির প্রযোজনা করেছেন জিৎ। ছবির ট্রেলার অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকদের মধ্যে। মধ্যবিত্ত বাবা এবং মেয়ের গল্প বলবে এই সিনেমা।

এই ছবি প্রচারের লাইভে এসেছিলেন জিৎ এবং প্রসেনজিৎ। অনুরাগীরা প্রশ্ন করেন দুজনকে একসঙ্গে কবে দেখা যাবে পর্দায়? উত্তর এড়িয়ে যাননি কেউ। সঙ্গে সঙ্গে জিৎ বলেছেন খুব শীঘ্রই একসঙ্গে তাঁদের দেখা পাবেন দর্শকরা।

পাশাপাশি জানা গেছে কথাবার্তা চলছে তবে এখনো তা চূড়ান্ত হয়নি। জিতের সঙ্গে সহমত পোষণ করেছেন বুম্বাদা। তিনি বলেছেন খুব শীঘ্রই দেখা যেতে পারে দুজনকে একসঙ্গে বড় পর্দায়। এখনো দিন ঠিক করা হয়নি। তবে সেটা হলেই বুম্বাদা জানালেন তাড়াতাড়ি ঘোষণা করবেন।

আবার জিৎ বললেন ইতিমধ্যে কয়েকটা ছবির গল্প তিনি পেয়েছেন এবং পড়েছেন। কয়েকটি চিত্রনাট্য ভালো লেগেছে তাঁর। অর্থাৎ এটা পরিষ্কার যে, জিতের প্রযোজনাতেই একসঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন জিৎ ও প্রসেনজিৎ।