জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

১৩ বছরের প্রেম অবশেষে পরিণতির পথে! সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা? শুরু বিয়ের কেনাকাটা, কবে বাজবে সানাই?

টলিউডের (Tollywood) জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (oindrila sen) দর্শকদের কাছে প্রথম থেকেই বেশ প্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের শেয়ার করা ছবি এবং ভিডিও বরাবরই অনুরাগীদের মনোরঞ্জন করেছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরে তাঁরা ভক্তদের সঙ্গে নিবিড় সংযোগ তৈরি করেছেন।

অঙ্কুশ এবং ঐন্দ্রিলা একাধিক মিউজিক ভিডিও, বিজ্ঞাপন এবং ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাঁদের রসায়ন দর্শকদের কাছে বরাবরই বিশেষ প্রিয়। ‘লাভ ম্যারেজ’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কাজের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়েও তাঁরা টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

Ankush Aindrila 1

১৩ বছরের দীর্ঘ সম্পর্কের পর এবার কি তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? টলিপাড়ায় এমন গুঞ্জন ক্রমশ বাড়ছে। শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিশেষ সাজে সেজে উঠবেন তাঁরা। অঙ্কুশ নিজেও শাড়ি এবং পাঞ্জাবি কেনাকাটার কথা বলেছেন। যদিও তাঁদের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবির ক্যাপশন নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সমুদ্রের ধারে তোলা ছবির ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, “জীবনের নতুন পথে পা রাখছি।” এই মন্তব্য ঘিরে অনুরাগীদের মধ্যে বিয়ের জল্পনা আরও বেড়ে গিয়েছে। যদিও অনেকে মনে করছেন, এটি তাঁদের নতুন ছবি ‘লাভ ম্যারেজ’-এর প্রচারের অংশ হতে পারে।

অঙ্কুশ এবং ঐন্দ্রিলা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত। এই গুঞ্জন সত্যি নাকি শুধুই নতুন ছবির প্রচারের কৌশল, তা নিয়ে এখনও কোনও স্পষ্টতা নেই। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের কাছ থেকে সুখবর পাওয়ার।

Tolly Tales

                 

You cannot copy content of this page