জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মুখার্জি বাড়িতে ধু’ন্ধুমার, উৎসবকে বাড়ি থেকে বার করে দিচ্ছে মেহেন্দি! পর্ব টানটান

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। সপ্তাহের পর সপ্তাহ জুড়ে টেলিভিশনের পর্দায় রাজত্ব করা এই মেগা সিরিয়ালটি বর্তমানে কিছুটা টিআরপি কম পেলেও দর্শক মনে নিজের জায়গা পাকা করে রেখেছে। ইতিমধ্যে ধারাবাহিকের গল্পে মা’রা গিয়েছে নায়িকা জগদ্ধাত্রী। তারপর থেকেই টানটান উত্তেজনাময় পর্ব দেখতে পাচ্ছেন সিরিয়াল প্রিয় দর্শকেরা।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৪ নভেম্বর এপিসোড | Jagaddhatri Today Episode 14 November

ধারাবাহিকের গল্পে কিছুদিন আগেই দেখা যায়, সন্তানের জন্ম দিতে গিয়ে মৃ’ত্যু হয়েছে জগদ্ধাত্রীর। তবে জগদ্ধাত্রীর মৃত্যু যে সাধারণ নয়, কেউ বা কারা জ্যাসকে মারতে চেয়েছে তা বুঝেই গিয়েছিল স্বয়ম্ভু। তাই জগদ্ধাত্রীর মৃত্যু রহস্য সমাধানের জন্য তদন্ত শুরু করেছে সে। আর সেই তদন্তে অনেকের দিকেই উঠছে সন্দেহের আঙুল।

Zee Bangla, Jagaddhatri, Jagaddhatri Serial Today Episode 1st November, Entertainment, Bengali Serial, Television, জি বাংলা, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী আজকের পর্ব ১ নভেম্বর

স্বয়ম্ভু জানে, জগদ্ধাত্রীর শত্রুর সংখ্যা শেষ নেই। বিশেষ করে উৎসব মুখার্জী, বৈদেহী মুখার্জী, দিব্যা সেন এবং আরো অনেকেই। সকলেই জগদ্ধাত্রীর ক্ষতি করতে চায়। কিন্তু বাস্তবে দেখা যায় যে, এদের কারোর বিপক্ষেই স্পষ্ট কোন প্রমাণ নেই। তবে নিজের তদন্ত জারি রেখেছে স্বয়ম্ভু। যেমন করেই হোক না কেন দোষীকে সে ধরবেই। আর জগদ্ধাত্রীকে খুন করার জন্য উচিত শিক্ষা দেবে। ‌

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দিব্যা সেন স্বয়ম্ভুর তদন্তের জায়গায় উপস্থিত হয়েছে। ‌আর তাই দেখে প্রচণ্ড রেগে গিয়েছে স্বয়ম্ভু। সে এমনিতেই দিব্যা সেনকে সন্দেহ করে। তাই তাকে এই জায়গায় ঘোরাঘুরি করতে দেখে সরাসরি প্রশ্নবাণ ছোঁড়ে স্বয়ম্ভু। কিন্তু দিব্যা সেন তখনো স্পষ্ট করে কিছুই বলেনা। বরং এড়িয়ে যায় গোটা বিষয়টি।

অন্যদিকে, উৎসব মুখার্জির দিকে ঘুরছে সন্দেহের তীর। এর আগে বহুবার উৎসবকে ক্ষমা করেছে মেহেন্দি। কিন্তু এবার কি দিদির মৃত্যুর জন্য তাকে ক্ষমা করবে সে? ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে, উৎসবকে বাড়ি থেকে বার করে দিচ্ছে মেহেন্দি। সে রীতিমতো ক্ষোভে ফুঁসছে। কিন্তু সত্যিই কি উৎসব এই গোটা ঘটনার সঙ্গে জড়িত? এর উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।‌

TollyTales NewsDesk