জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ধনেপাতার চাটনি এই স্টাইলে বানিয়েছেন কখনও? এইভাবে একবার বানালে স্বাদ ভুলবেন না জীবনে, দেখে নিন রেসিপি

শীত (Winter) পড়তে না পড়তেই ধনেপাতায় ছেয়েছে বাজার। টাটকা সবুজ ধনেপাতার স্বাদ খাবারে এক অন্য মাত্ৰা এনে দেয়। ধনেপাতার চাটনির স্বাদ ও সুগন্ধ দুই লোভনীয়। তবে স্বাদ দ্বিগুণ করে তুলতে এই কায়দা ব্যবহার করতে পারেন। জানুন রেসিপি (Recipe)

কী কী লাগবে?

ধনে পাতা, আদা, রসুন, কাঁচালঙ্কা, লেবুর রস, বিট নুন, তেঁতুলের পাল্প, চিনি।

কীভাবে বানাবেন?

প্রথমে একটু বেশি পরিমাণে ধনে পাতা ভালো করে ধুয়ে কেটে নিন। এরপর আদা, রসুন, কাঁচালঙ্কা, লেবুর রস ও বিট নুন- এর মধ্যে দিন। এবার এগুলি মিক্সারে পিষে নিন। যদি একটু টক পছন্দ হয় তাহলে একটু তেঁতুলের পাল্প যোগ করতে পারেন। কষ ভাব কাটাতে মেশাতে পারেন অল্প চিনি। ব্যস তৈরি ঘরোয়া পদ্ধতিতে ধনেপাতার চাটনি। গরম ধোঁয়া ওঠা ভাত ও ডালের সঙ্গে খেলে স্বাদ জমবে ভারি।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।