জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Ki’ss Bizarre: ভরা বিয়ের অনুষ্ঠানে লোকের মাঝে নিজের বউকে চুমু! ঘটে গেলো মারাত্মক ফল! বরের বিরুদ্ধে থানায় নালিশ করে ডিভোর্স চাইলো বউ

বিয়ের পর নতুন বউকে ভালোবেসে চুমু খেয়েছিলেন বর, ব্যাস তাতেই বউ রেগে আগুন। বিয়ের মণ্ডপ ছেড়ে কনে সোজা গেলেন থানায়। বরের বিরুদ্ধে অভিযোগ জানাতে। কি ভেবে পাচ্ছেন না তো কি ঘটেছিল! যাতে বউকে সব ছেড়ে থানায় ছুটতে হলো।এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাম্ভালে।

প্রসঙ্গত ২৬ শে নভেম্বর বিয়ে হয় ওই দম্পতির। ২৮শে নভেম্বর পাভাসা গ্রামে চলছিল তাদের বিয়ের পরবর্তী অনুষ্ঠান মানে রিসেপশন। সেইদিন সাধারণত বর ও কনে সেজেগুজে মঞ্চে বসেছিলেন। সেই সঙ্গে অতিথিদের আনাগোনাও লেগেছিল।তারপরই হঠাৎ ৩০০ জন অতিথির সামনে স্ত্রীর ঠোঁটে চুমু খেলেন বর। ব্যাস বেজায় চটলেন নতুন বউ। সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে সোজা চলে গেলেন নিজের ঘরে। তারপর অবশ্য পরিবারের বাকি লোকজন কনেকে অনেক শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তাতে কিছু লাভ হলো না। সোজা থানায় গেলেন কনে।

পুলিশকে কনে জানান, ‘‘আমি আর আমার বরের সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকতে চাই। আমার বরের আচরণ আমার মোটেই ভাল লাগেনি। ৩০০ লোকের সামনে যে এমন কাজ করতে পারে তার চরিত্র মোটেও ভাল নয়। ওর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় তার আর্জি জানাচ্ছি।’’

এই বিষয় বর বলেন, ‘‘চুমু খাওয়ার ব্যাপারটা আগে থেকেই জানত আমার স্ত্রী। আমার সঙ্গে স্ত্রীর একটা শর্ত হয় যে আমি যদি সব লোকের সামনে ওকে চুমু খেতে পারি, তা হলে ও আমায় ১৫০০ টাকা দেবে। আর আমি যদি এই কাজটা না করতে পারি, তা হলে আমি ওকে ৩০০০ টাকা দেব।’’

তারপর পুলিশ বরের কথা মত এই বিষয়টি সম্পর্কে কনের কাছে জানতে চাইলে তিনি বলেন আগে এমন কোনও কথাই হয়নি তাদের মধ্যে। এরপরই পুলিশের সামনেই দুজনের মধ্যে বচসা শুরু হয়।বেশ কিছুক্ষন পরে পুলিশ তাদের ঝামেলা বন্ধ করে এবং শেষে বর-বৌ দু’জনে ঠিক করেন যে, তারা আর একসঙ্গে থাকবেন না এবং তারা বিবাহবিচ্ছেদের আর্জি জানাবেন।

Nira

                 

You cannot copy content of this page