জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সত্য প্রকাশ্যে আসতেই নতুন ষড়যন্ত্র! হানিমুন না মৃ’ত্যুফাঁদ! দূর্জয়-শঙ্খর চক্রান্তে বাঁচবে কি উজি-ঋষি? ‘জোয়ার ভাঁটা’য় মহা সংঘর্ষ, এবার সম্মুখ সমরে জিৎ ও নিশা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাঁটা প্রতিদিনই দর্শকদের সামনে হাজির করছে নতুন চমক। সাম্প্রতিক পর্বগুলিতে উজির ভুল ধারণা ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। সে বুঝতে পারছে, ঋষি ব্যানার্জি আদৌ খারাপ মানুষ নয়। বরং দীর্ঘদিন ধরে তাকে ফাঁসানোর চেষ্টা চলছিল পরিকল্পিত ভাবে। এই উপলব্ধি উজির জীবনে বড় বদল আনলেও, বিষয়টি মন থেকে মেনে নিতে পারছে না তার দিদি নিশা। তার চোখে এখনও ঋষিই দাদা ও বাবার মৃত্যুর জন্য দায়ী। এই দ্বন্দ্ব আর অবিশ্বাসের মধ্যেই গল্প আরও জটিল হয়ে উঠেছে।

অন্যদিকে, আসল শত্রুদের মুখোশ খুলে দেওয়ার জন্য একসঙ্গে হাত মিলিয়েছে উজি ও ঋষি। বহুদিন ধরে তদন্ত চালিয়ে ঋষি জানতে পারে, যে কনস্ট্রাকশন কোম্পানির গাফিলতির জন্য বিল্ডিং ভেঙে পড়েছিল, তার মালিক দূর্জয় ঘোষাল ও শঙ্খ চৌধুরী। এই তথ্য উজিকে জানাতেই সে বুঝতে পারে এতদিন মিথ্যার জালে জড়িয়ে রাখা হয়েছিল ঋষিকে। দুজনে মিলে পুলিশ অফিসার জিৎকে সবটা জানায়। এরপর বাড়ি থেকে গ্রেফতার করা হয় দূর্জয় ও শঙ্খকে। সত্য প্রকাশ্যে আসলেও, উজির এই সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ নিশা।

নিশার রাগ ক্রমশ আরও ভয়ংকর রূপ নিচ্ছে। সে মনে মনে এখনও ঋষির পরিবারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। তার বিশ্বাস, ঋষি শুধু তার পরিবারই নয়, উজিকেও তার কাছ থেকে কেড়ে নিয়েছে। একই সময়ে, জেলে বসেও চক্রান্ত চালিয়ে যাচ্ছে দূর্জয় ও শঙ্খ। তারা ঠিক করে, যেকোনও ভাবে উজি ও ঋষিকে শেষ করতে হবে। এই ষড়যন্ত্রের আঁচ একেবারেই পায়নি উজি ও ঋষি। তারা তখন নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করার স্বপ্নে বিভোর।

ঋষির সঙ্গে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করে উজি। ঋষির মা তাঁদের সন্তান আসার সুখবর শোনার ইচ্ছা প্রকাশ করতেই লজ্জায় লাল হয়ে যায় উজি। এরপর দুজনে একসঙ্গে বিমানে চেপে হানিমুনের উদ্দেশে রওনা দেয়। ঠিক তখনই ঘটে ভয়াবহ ঘটনা। দূর্জয় ও শঙ্খর চক্রান্তে সেই বিমান দুর্ঘটনার কবলে পড়ে। টিভির পর্দায় এই খবর দেখে নিশার রাগ আরও বেড়ে যায়। তার মনে হয়, ঋষি তার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে।

এই ঘটনার পর গল্পে যোগ হয়েছে আরও এক বড় মোড়। উজির ননদ জানতে পেরে যায় নিশা ও উজির আসল পরিচয়। সে ঠিক করে দুই বোনের এই গোপন সত্য সবার সামনে ফাঁস করে দেবে। প্রশ্ন উঠছে, সত্যিই কি প্লেন দুর্ঘটনায় প্রাণ হারাবে উজি ও ঋষি। নাকি শেষ মুহূর্তে কোনও অলৌকিক মোড় অপেক্ষা করছে। নিশা কীভাবে তার প্রতিশোধ নেবে আর সত্যই বা কতটা সামনে আসবে। এই সব প্রশ্নের উত্তর মিলবে জোয়ার ভাঁটার আগামী পর্বগুলিতেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page