জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিক অল্প দিনের মধ্যেই যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, তার বড় কারণ গল্পের টানটান উত্তেজনা আর চরিত্রগুলোর ধীরে ধীরে খুলে যাওয়া স্তর। দুই বোন উজি আর নিশাকে ঘিরে শুরু হওয়া এই গল্প শুধু পারিবারিক আবেগেই আটকে নেই, বরং প্রতিশোধ থেকে ভুল বোঝাবুঝি আর পরিচয়ের জটিল সমীকরণে ক্রমেই অন্য উচ্চতায় পৌঁছচ্ছে। সাম্প্রতিক প্রোমো সেই উত্তেজনাকেই আরও বাড়িয়ে দিয়েছে, যেখানে একদিকে হানিমুনের আনন্দের আভাস আর অন্যদিকে আসন্ন বিপদের ছায়া মিলিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে!
তবে, এই প্রোমোতে উত্তেজনা বাড়ানোর অনেক জায়গা থাকলেও, সবচেয়ে আলোচিত হচ্ছে অবশ্যই নিশা চরিত্রটি। বিমান দু’র্ঘটনার খবর শুনে বোনকে হারানোর আশঙ্কায় নিশার যে প্রতিক্রিয়া, সেই কয়েক সেকেন্ডই দর্শকদের মনে দাগ কেটেছে! সংলাপ খুব বেশি নয়, নাটকীয় চিৎকারও নেই, কিন্তু অভিব্যক্তিতে যে রাগ, যন্ত্রণা আর অসহায়তা ধরা পড়েছে, সেটাই চরিত্রটাকে আলাদা করে দিয়েছে! অনেকেই বলছেন, পুরো প্রোমো জুড়ে নানা টুইস্ট থাকলেও নিশার ওই একটিমাত্র মুহূর্তই আসল শক্তি হয়ে দাঁড়িয়েছে।
প্রোমোতে চোখে জল আর বুকে চাপা কষ্ট নিয়ে নিশাকে বলতে শোনা যায়, “আমার বোনটাকেও কেড়ে নিলে ঋষি ব্যানার্জি! এবার তোমার পরিবারও শেষ হবে আমার হাতেই!’ চরিত্রটির কথা বলতে হলে, অবশ্যই শুরুতে অভিনেত্রী দক্ষতাকেই তুলে ধরতে হয়। এই ক্ষেত্রে ‘শ্রুতি দাসের’ (Shruti Das) অভিনয় নিয়ে আলোচনা নতুন কিছু নয়, কিন্তু এখানে তিনি যেন আরও এক ধাপ এগিয়ে গেছেন। নিশা চরিত্রকে দেখে অনেকেই সহজেই তাকে ‘খলনায়িকা’ বলে দাগিয়ে দিচ্ছেন, কারণ তার কাজকর্ম নিঃসন্দেহে অন্ধ প্রতিশোধে ভরা।
কিন্তু দর্শকদের একাংশ এটাও মানছেন, এমন চরিত্রে ঢুকে পড়া মোটেও সহজ নয়! নায়িকা হয়ে ভালো থাকা যতটা সহজ পথ, তার উল্টো দিকে দাঁড়িয়ে চরিত্রের অন্ধকার দিককে বিশ্বাসযোগ্য করে তোলা ততটাই কঠিন! এই কারণেই দর্শকদের মুখে মুখে ঘুরছে একটাই কথা, ‘গল্পের নায়িকা না হয়েও কীভাবে একটা চরিত্র গোটা ধারাবাহিকের প্রাণ হয়ে উঠতে পারে, নিশা তার বড় উদাহরণ।’ শ্রুতির অভিনয়ে এমন এক স্বাভাবিকতা আছে, যা চরিত্রটাকে শুধুই ‘ভিলেন’ হতে দেয় না।
আরও পড়ুনঃ সত্য প্রকাশ্যে আসতেই নতুন ষড়যন্ত্র! হানিমুন না মৃ’ত্যুফাঁদ! দূর্জয়-শঙ্খর চক্রান্তে বাঁচবে কি উজি-ঋষি? ‘জোয়ার ভাঁটা’য় মহা সংঘর্ষ, এবার সম্মুখ সমরে জিৎ ও নিশা!
বোনের প্রতি ভালোবাসা, ক্ষোভ আর ভুল বিশ্বাস মিলিয়ে নিশা যেন আরও পরিণত হয়ে উঠছে আর দর্শকরাও সেই পরিবর্তনটা উপভোগ করছেন। এবার ‘জোয়ার ভাঁটা’র আসন্ন পর্বে কী হবে, উজি আর নিশার আসল পরিচয় ফাঁস হবে কি না, সেই প্রশ্ন থাকছেই। তবে প্রোমো প্রকাশের পর এটুকু স্পষ্ট যে এই মুহূর্তে ধারাবাহিকের আলোচনার কেন্দ্রে রয়েছেন নিশা ওরফে শ্রুতি দাস। নায়িকা হওয়ার তকমা ছাড়াও যে শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা যায়, এই চরিত্রটাই তার প্রমাণ হয়ে উঠছে।
