জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ওর জন্য ভীষণ চিন্তিত, খারাপ লাগছে! ‘পুরনো বন্ধু’ ইমরান খানকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অভিনেত্রী মুনমুন সেন

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রায় দুই বছর ধরে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গত সপ্তাহে হঠাৎই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি করে। পরে জেল কর্তৃপক্ষ এই খবরকে মিথ্যে বলে স্পষ্ট জানায়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় ইমরানের পরিবারের তরফে সাক্ষাতের দাবি ওঠে। অবশেষে দেখা করার অনুমতি পান তাঁর বোন উজমা খানুম। দেখা করে বেরিয়ে তিনি জানান, ইমরান শারীরিকভাবে সুস্থ আছেন ঠিকই, কিন্তু মানসিকভাবে তাঁকে চাপের মধ্যে রাখা হচ্ছে।

এই অস্থির পরিস্থিতিতে পুরনো বন্ধু ইমরানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী মুনমুন সেন। আশির দশকে তাঁদের বন্ধুত্ব নিয়ে বহু জল্পনা চললেও মুনমুন সবসময়ই বলেছেন, ইমরান তাঁর কাছে একজন নিষ্ঠাবান বন্ধু। একই কথা বারবার বলেছেন ইমরানও। আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে মুনমুন জানালেন, ইমরানের রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না, কারণ তাঁর চোখে ইমরান প্রথমত একজন কিংবদন্তি ক্রিকেটার এবং পরিশ্রমী মানুষ।

ইমরানের প্রতি নিজের মানবিক উদ্বেগ প্রকাশ করে মুনমুন বলেন, তিনি শুধু আশা করছেন তাঁর বন্ধুর মৌলিক যত্ন যেন ঠিকমতো হয়। ইমরান সবসময় যে সাধারণ ডায়েট মেনে চলতেন, অন্তত সেই খাবারটি তাঁকে দেওয়া হোক। সঙ্গে ব্যায়ামের সুযোগ, যা তাঁকে শারীরিকভাবে ফিট থাকতে সাহায্য করবে। মুনমুনের মতে, এই ন্যূনতম ব্যবস্থা কোনও বন্দির ক্ষেত্রেই অস্বাভাবিক নয়।

অনেক বছর ধরে ইমরানের সঙ্গে দেখা হয়নি, তবুও মুনমুনের গলায় স্পষ্ট উদ্বেগ। তিনি বলেন, ইমরান সবসময় নিজের দেশের ভাল চেয়েছেন। তাই আজ নিজের মাতৃভূমিতেই তাঁকে এই পরিস্থিতির মুখোমুখি হতে দেখা অত্যন্ত বেদনাদায়ক। ইমরানের পরিবারের দিকেও তাঁর সমবেদনা রয়েছে, কারণ রাজনৈতিক ঝুঁকির ফল কতটা ভয়ানক হতে পারে তা এই ঘটনার মাধ্যমেই প্রকাশ পেয়েছে।

ইমরান খানের জেলজীবন নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সেই দীর্ঘ তালিকায় এবার যুক্ত হল এক পুরনো বন্ধুত্বের নিঃশব্দ কিন্তু গভীর মানবিক সুর, যা স্মরণ করিয়ে দেয় রাজনৈতিক বিতর্কের বাইরে মানুষের সম্পর্ক এখনও অটুট।

Piya Chanda