জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভাইরাল হয়ে দর বেড়েছে! ক্রেতাকে রেগে মারতে গেল রাজুদা! ‘অভদ্র লোক একটা’ ধুয়ে দিল নেটপাড়ি

রাজুদার পরোটা, ‘তিনটে পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি আর পেঁয়াজ ফ্রি’ কিছুদিন আগে এই ডায়লগ একেবারে বাংলার প্রতিটা মানুষের মুখে মুখে জনপ্রিয় হয়ে উঠেছিল। ভাইরাল রাজুদার পরোটা খেতে এক সময়ে ভিড় করেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের নামিদামি বিশিষ্ট ব্যক্তিরা। এমনকি, বিভিন্ন পারার অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে ও দেখা গেছে এই রাজুদাকে।

কিন্তু আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে অতি সাধারণ মানুষও অনায়াসেই ভাইরাল হয়ে ওঠে। তবে, এই ফেমাস কিছু ব্যক্তি আর পাঁচটা সাধারণ মানুষের থেকে নিজেকে আলাদা ভাবে দেখলেও পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা গেছে তাঁরা ভাগ্যের ফেরে জনপ্রিয়তা হারিয়েছে।

তবে বর্তমানে রাজুদার আবার একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে উঠেছে সমাজ মাধ্যমে। শোনা যাচ্ছে, রাজুদার পরোটা বিকচ্ছে ৩০ টাকার বদলে ৫০ টাকায় সঙ্গে থাকছে অবশ্যই আনলিমিটেড তরকারি পেঁয়াজ এবং দুটো ডিম। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, অন্যান্য দিনের মতো সেদিনও রাজুদা পরোটা বিক্রি করার সময় তাঁকে ঘিরেছিল বহু ফুড ব্লগার ও ক্রেতারা।

আর ঠিক সেই সময়তেই এক ব্যক্তির আচরণে রেগে যায় অস্থায়ী পরোটার দোকানের মালিক রাজুদা। এমনকি, ক্রেতার ব্যবহারে রীতিমতো মারতে গিয়েছে। খানিক দম্ভের সঙ্গে কাস্টমারদের সঙ্গে ব্যবহার করতে দেখা গেল সকলের প্রিয় রাজুদাকে। কথায় কথায় তিনি আবার জানান, ত্রিপুরা এবং আগরতলার লোকেরা তাঁর কাছে খুবই প্রিয় মানুষ।

এই ভিডিওয় অনেক নেটিজেনরাই নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। কেউ বলেছেন, ‘রাজুদার চারটে পরোটা আর দুটো ডিম ১০০ টাকায় দেখব। আমরা সেই অপেক্ষায় রইলাম’। রাজুদা এই ভিডিও কিংবা অন্যান্য ভিডিও দেখে যেমন নেটবাসীর একাংশ প্রশংসা করেছে তেমনই অনেকেই সমালোচনা করেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page