জি বাংলার(zee Bangla)জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (parineeta) এখন পৌঁছে গিয়েছে উত্তেজনার চূড়ায়। বসু পরিবারকে ঘিরে একের পর এক রহস্য, চক্রান্ত আর প্রেম-ভালোবাসার টানাপোড়েনে গল্পের মোড় ঘুরছে দ্রুত। প্রতিদিনের পর্বেই থাকছে নতুন মোড় আর দর্শকদের জন্য চমক। বিশেষ করে পারুল, রায়ান, তূর্য ও শিরিনের চরিত্রের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা দর্শকদের একেবারে টিভি স্ক্রিনে আটকে রাখছে।
গত পর্বে দেখা গিয়েছে, শিরিনের কাছ থেকে ফেরার সময় রায়ানকে আক্রমণ করতে আসে তূর্য। তার হাতে ছিল বন্দুক, আর রায়ান ছিল একেবারে নিরস্ত্র। ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ায় পারুল। সে বলে, “রায়ানকে মারার আগে আমাকে মারতে হবে!” পারুলের এই সাহসিকতা দেখে থমকে যায় তূর্য। তার কাছে পারুলকে আঘাত করা সম্ভব নয়—এই সিদ্ধান্তে সে সেখান থেকে সরে যায়।

সন্দেহ বাড়ছে, কিন্তু সত্যি বলছে না পারুল এই ঘটনায় মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ে রায়ান। বাড়ি ফিরে সে বিষয়টি লুকিয়ে যায় সবার কাছ থেকে। কেউ কিছু জিজ্ঞেস করলেও, পারুল বলে সে একজন রোগীকে দেখে ঘাবড়ে গিয়েছে। কিন্তু রায়ান আর পারুল জানে, এটি নিছক দুর্ঘটনা নয়। এরপর রায়ান ও পারুল সিদ্ধান্ত নেয়, যে করেই হোক, খুঁজে বার করতেই হবে কে বা কারা রায়ানকে মারতে চাইছে। অন্যদিকে, পারুল দাদুকে জানিয়ে দেয়, সে শিরিনের ষড়যন্ত্রের পাকা প্রমাণ পেয়ে গিয়েছে।
পরিণীতা আজকের পর্ব ২২ এপ্রিল (parineeta today episode 22 april)
আজকের পর্বে দেখা যাবে, পারুল পৌঁছে যায় তূর্যর বাড়িতে তার সাহায্য চাইতে। কিন্তু তূর্য ততক্ষণে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। দরজা খোলা দেখে পারুল ভেতরে প্রবেশ করে। তূর্যর ঘরে ছিল বসু পরিবারে সব সদস্যদের ছবি একটি দেওয়ালে টাঙানো।, তূর্য যাতে বসু পরিবারে সবাইকে একে একে শেষ করতে পারে সেই কারণেই সে এমন করেছে কিন্তু প্রশ্ন হল পারুল কি ঘরে ঢুকেও এটি দেখতে পাবে?
আরও পড়ুনঃ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে আবারও নায়কের মুখ বদল! বদলে গেল এই জনপ্রিয় চরিত্রের মুখ! পরিবর্তে এলেন কে?
এখন প্রশ্ন, পারুল আদেও কোন প্রমাণ জোগাড় করতে পারবে? সে কি বসু পরিবারকে সময়মতো সতর্ক করতে পারবে? নাকি তূর্য আবারও নতুন কোনও চক্রান্ত করে পারুলকে থামিয়ে দেবে? পাশাপাশি, শিরিন ও তূর্যের জোট কবে প্রকাশ্যে আসবে? এসব প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী পর্বে। তাই ‘পরিণীতা’র প্রতিটি মুহূর্ত চোখে না দেখলে মিস হতে পারে বড় কোনও চমক!