বাংলা টেলিভিশনের (Bengali Telivision) জগতে নায়ক-নায়িকার মুখ বদলের (Face Change) ট্রেন্ড যেন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল, যখন ধারাবাহিকে চরিত্রের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীর মুখ মিশে যেত—সেই চরিত্র মানেই সেই মুখ। কিন্তু এখন এমনটাই দেখা যাচ্ছে, মাঝপথেই বদলে যাচ্ছে পরিচিত মুখ। আর এই পরিবর্তন শুধুই পার্শ্বচরিত্রে নয়, একেবারে প্রধান চরিত্রেও। এইরকম হঠাৎ মুখ বদলের ফলে শুধু চরিত্রের পরিচিত চেহারাটাই নয়, বদলে যায় দর্শকের অনুভবও।
যাঁরা দীর্ঘদিন ধরে একটি মুখের সঙ্গে মানসিকভাবে যুক্ত হয়ে পড়েন, তাঁদের কাছে এই বদল আঘাতের মতোই লাগে। অনেক ক্ষেত্রেই এর প্রভাব পড়ে ধারাবাহিকের টিআরপিতেও। চরিত্রের ধারাবাহিকতা ধরে রাখা কিংবা গল্পে গভীরতা আনার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। তবু শিল্পজগৎ তার নিজস্ব নিয়মে চলে, আর সেই নিয়মেই ফের মুখ বদলের সাক্ষী হতে চলেছেন দর্শক। এবার শোনা যাচ্ছে, জি বাংলার আসন্ন ধারাবাহিকের শুরুর আগেই নায়কের মুখ বদলে গেল!
‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় তৈরি হতে চলেছে জি বাংলার এই নতুন ধারাবাহিক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, দুই ভাইয়ের চরিত্রে থাকবেন সায়ন মুখার্জি এবং আর্য দাশগুপ্ত। কিন্তু নতুন খবর বলছে, নায়ক হিসেবে এবার দেখা যাবে সপ্তর্ষি রায়কে। অর্থাৎ, সায়ন মুখার্জির পরিবর্তে নায়ক হচ্ছেন ‘মিঠিঝোরা’ খ্যাত সপ্তর্ষি। সপ্তর্ষি কিছুদিন আগেই নিজের সমাজ মাধ্যমে জানিয়েছিলেন অভিনয় থেকে সাময়িক বিরতির কথা।
ফলে, এত দ্রুত তাঁর এই কামব্যাক দর্শকদের কাছে এক বড় চমক বলাই যায়। সপ্তর্ষি রায়কে শেষবার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে ‘শৌর্য’ চরিত্রে দেখা গিয়েছিল। যদিও শুরুতে নায়ক হলেও পরে তাঁর চরিত্রটি হয়ে পড়ে পার্শ্বচরিত্র। স্ক্রিনটাইম কমে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদের। মার্চের শুরুতে ইনস্টাগ্রামে নিজের বিদায়ের কথা জানান সপ্তর্ষি। এই নতুন ধারাবাহিকের গল্প আবর্তিত হবে এক মায়ের সঙ্গে তাঁর দুই ছেলের জটিল সম্পর্ক ঘিরে।
আরও পড়ুনঃ “বাবা দেখতে ভালো ছিলেন, ছেলের চেহারা একদমই অভিনেতা সুলভ নয়!”— ছোট থেকেই চেহারা নিয়ে কটুক্তি সহ্য করতে হয়েছে! থিয়েটারে ঘর মোছা থেকে অভিনয়ের মঞ্চ দাপানো, করে দেখিয়েছেন শুভেন্দু পুত্র শাশ্বত!
দুই ছেলের মধ্যে বড় ছেলের চরিত্রে থাকছেন সপ্তর্ষি, আর ছোট ভাইয়ের ভূমিকায় থাকছেন আর্য দাশগুপ্ত। মায়ের চরিত্রে অভিনয় করবেন টেলিভিশনের পরিচিত মুখ অঞ্জনা বসু। মা ও দুই ভাইয়ের পারস্পরিক দ্বন্দ্ব, আবেগ ও সম্পর্কের নানা স্তর ছুঁয়ে যাবে দর্শকের মন। নায়িকার চরিত্রে থাকছেন ‘গাঁটছড়া’ ও ‘শ্রীমান পৃথ্বীরাজ’ খ্যাত তানিষ্কা তিওয়ারি। এই প্রথমবার তাঁকে দেখা যাবে মূল নায়িকার ভূমিকায়।