দেখতে দেখতে পুজোর মরসুম হাতের নাগালে এসে গিয়েছে। বাতাসে এখনই যেন উৎসবের ঘ্রাণ ভাসছে, রাস্তাঘাটে রঙ-বেরঙের আলো ঝলমল করছে। কিন্তু এই সময়ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা তার কাজের ব্যস্ততায় একেবারে ঢুকে আছেন। সম্প্রতি ‘পরশুরাম, আজকের নায়ক’ ধারাবাহিকের শ্যুটিংয়ের ফাঁকে সংবাদমাধ্যমে আড্ডা দিতে গিয়ে অভিনেত্রী পুজোর পরিকল্পনা, ছোটবেলার স্মৃতি এবং ব্যক্তিগত অনুভূতির গল্প খুলে বললেন।
তৃণা সাহার কথায়, “আমি সাধারণত পুজোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা করি না। চাই শুধুই কিছুটা বিশ্রাম নিতে, আরাম করতে। ষষ্ঠী পর্যন্ত কাজ চলবেই, আর সেখানেও টুকটাক কাজ লেগেই থাকবে। বাকি সময়ে হয়তো একটু বাইরে বের হব। তবে এখনও বিশেষভাবে কিছু ঠিক করা হয়নি।” সোশাল মিডিয়ার পাশাপাশি শুটিং সেটে চলা বিভিন্ন উদ্যাপন এবং বেঙ্গল টপার হওয়ার আনন্দও তাকে ব্যস্ত রাখছে।
সেটের পুজোর মজা নিয়ে তৃণা জানান, “আমাদের ধারাবাহিকের সেটে দুর্গাপুজোর সিন থাকায় নাচ-গানসহ হইহুল্লোড় চলে। প্রায় ১৫ সপ্তাহ ধরে ধারাবাহিকটি বেঙ্গল টপার হওয়ায় আমরা ছোট করে হলেও কেক কেটে উদ্যাপন করি। এই ছোটখাটো উদ্যাপন পরের সপ্তাহেও একটি আনন্দময় পরিবেশ তৈরি করে।” এই ছোটখাটো আনন্দই অভিনেত্রীর পুজোর আনন্দের সঙ্গে মিশে যায়।
ছোটবেলার পুজোর প্রেমের স্মৃতি তুলে ধরতে গিয়ে তৃণা বলেন, “ষষ্ঠীতে শুরু দশমীতে শেষ, এমন কিছু ছিল না। তবে ষষ্ঠীতে ঘোরাফেরা শুরু হতো, দেখা-সাক্ষাৎ হতো। বাড়ির কেউ কিছু বলতো না। তখন হাত ধরা মানে চুমু খাওয়ার সমান অনুভূতি দিত। এখন অবশ্য সব কিছু ভিন্ন। সেই স্মৃতিগুলো এখনও মনে খুব তাজা আছে। প্রেমিকের নাম আমি বলব না, কারণ এখন দু’জনেই বিবাহিত। তবে তখন যা অনুভব করেছি, তা খুবই বিশেষ।”
শেষে পুজোর প্রার্থনা নিয়ে তৃণা বলেন, “প্রতি বছর আমার একই প্রার্থনা থাকে, সবাই সুস্থ থাকুক, চারপাশ ভাল থাকুক। স্বাস্থ্যই মূল সম্পদ। বাবা-মা, পরিবার সুস্থ থাকলে মনও ভালো থাকে। সংবাদমাধ্যমের মধ্যে দিয়ে এই বার্তাটাই পাঠাতে চাই পুজো শুধু উৎসব নয়, বরং ভালো থাকা এবং সুখী থাকার প্রার্থনার সময়।”
আরও পড়ুনঃ ‘ধৈর্য ধরে পরে থাকা কাকে বলে… সেই ২০২৩ থেকে…’—প্রায় ২ বছর পর ছোটপর্দায় ফিরলেন শ্রুতি দাস! স্ত্রীর কামব্যাকে আবেগপ্রবণ স্বর্ণেন্দু, সামাজিক মাধ্যমে কি বার্তা দিলেন?
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।