জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ধৈর্য ধরে পরে থাকা কাকে বলে… সেই ২০২৩ থেকে…’—প্রায় ২ বছর পর ছোটপর্দায় ফিরলেন শ্রুতি দাস! স্ত্রীর কামব্যাকে আবেগপ্রবণ স্বর্ণেন্দু, সামাজিক মাধ্যমে কি বার্তা দিলেন?

ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাসকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। দীর্ঘদিন কাজের ব্যস্ততা থেকে দূরে থাকার পর যখনই তিনি নতুন কোনও প্রোজেক্টে হাজির হন, দর্শকেরা তাকে ঘিরে তৈরি করেন আলাদা উন্মাদনা। তবে প্রতিবারই তার ফিরে আসাটা যেন এক ধৈর্যের লড়াই। এ কারণেই শ্রুতির অভিনয়যাত্রা শুধু ভক্তদের কাছেই নয়, তার পরিবার ও স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের কাছেও বিশেষ আবেগের।

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ শেষ হওয়ার পর থেকে আর বিশেষভাবে ছোটপর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। এর মাঝে ওয়েব সিরিজ এবং বড়পর্দায় কাজ করেছেন তিনি, তবে ধারাবাহিকের মতো নিয়মিত সুযোগ মেলেনি। ফলে কাজের জগতে টিকে থাকতে তার লড়াইটা ছিল অন্যরকম। অনেক সময় এক প্রোজেক্ট শেষ হওয়ার পর নতুন কোনও চরিত্রের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রুতি ফিরছেন জি-বাংলার নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা-র হাত ধরে। প্রায় দু’বছর পর ছোটপর্দায় অভিনেত্রীকে দেখে ভক্তরা যেমন খুশি, তেমনই উচ্ছ্বাস সামলাতে পারেননি তার স্বামী, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও। স্ত্রীর প্রত্যাবর্তনের মুহূর্তে তিনি নিজের অনুভূতি প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়।

স্বামীর এই আবেগঘন পোস্টের উত্তর দিতে দেরি করেননি শ্রুতি। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, “এইভাবেই পাশে থেকো।” এভাবেই একে অপরের পাশে থেকে লড়াইয়ের যাত্রায় এগিয়ে চলছেন টেলিভিশনের জনপ্রিয় এই দম্পতি। নতুন চরিত্র নিশা-কে ঘিরে এবার দর্শকের প্রত্যাশা আরও বেড়ে গেল, সেই প্রতীক্ষার ফল কতটা মেলে, এখন সেদিকেই তাকিয়ে শ্রুতির অনুরাগীরা।

ফেসবুকে শ্রুতির ছবি পোস্ট করে স্বর্ণেন্দু লেখেন, “ফিরে আশা সবসময় সুখকর। লড়াইয়ের আলাদা মজা আছে, আর তোমার লড়াই তুমি নিজেই জানো। নিশার লড়াইটা আরও কঠিন, কিন্তু ধৈর্য ধরে পরে থাকা কাকে বলে তুমি সেটা প্রমাণ করেছ। ২০২৩-এর ডিসেম্বর থেকে তুমি এই জেদটা ধরে রেখেছিলে। সেই জেদই যেন নিশার চরিত্রেও ফুটে ওঠে। বারবার ফিরে এসো তোমার অভিনয়ের খিদে মেটাতে।”

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda