জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Biswanath Basu: নিম ফুলের মধু থেকে সরে যাচ্ছে পর্নার বাপের বাড়ির এক সদস্য! ‘ঘরে ঘরে জি বাংলা’র সঞ্চালনায় এবার এই জনপ্রিয় নায়ক! এদিকে চিন্তায় নিমের ভক্তরা

ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায় এবার দেখা যাবে বিশ্বনাথ বসু-কে। প্রায় পাঁচ বছর পর আবার নতুন উদ্যমে অবতীর্ণ হতে চলেছেন বিশ্বনাথ। অনেক আগেই প্রকাশিত হয়ে গিয়েছে ‘জি বাংলা’র নতুন গেম শো-এর প্রোমো। ‘ঘরে ঘরে জি বাংলা’র সঞ্চালনায় ছিলেন ‘গোয়েন্দা গিন্নি’ ইন্দ্রাণী হালদার। কিন্তু কয়েকটি পর্বের পরেই এই শো থেকে নিজেকে সরিয়ে নেন ইন্দ্রাণী। পরিবর্তে শো-এর হাল ধরেন অপরাজিতা আঢ্য। এবার এই শো-এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরও একটি নাম, বিশ্বনাথ বসু।

316945759 7169139023180378 3153082919013827695 n.jpg? nc cat=104&ccb=1 7& nc sid=730e14& nc ohc=Oj89 KFAt7oAX nNMnY& nc ht=scontent.fccu31 1

‘ফিরে আসার গান’ বা ‘ভ্যাবাচাকা ২’-এর মতো রিয়্যালিটি শো-এ সঞ্চালকের ভূমিকায় দর্শক বিশ্বনাথ বসু-কে দেখেছেন। বর্তমানে ‘ঘরে ঘরে জি বাংলা’র শুটিং চলছে জোরকদমে। এক সুপ্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের তরফে জানা যায়, বিশ্বনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘খুবই ভাল লাগছে। আমি নিজে মানুষের সঙ্গে মিশতে পছন্দ করি। বরাবরই আড্ডাবাজ’।

উল্লেখ্য, শো-এর কাঠোমা অনুযায়ী প্রতি পর্বে একটি করে পরিবারের সঙ্গে আড্ডা ও খেলায় মাতবেন সঞ্চালক। এই খেলার মাধ্যমেই উঠে আসবে এলাকার সাধারণ কিছু মানুষের কাহিনি। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েগিয়েছে। শ্যামনগর, ইছাপুর, হাবরা, বসিরহাটে বেশ কয়েকটি পর্বের শুটিং করেছেন বিশ্বনাথ।

Biswanath basu

বিশ্বনাথ আরও বলেন, “রাস্তায় চায়ের দোকানে দাঁড়ালেও চেষ্টা করি দোকানদারের খবর নিতে। তাই মানুষের মধ্যে মিশে এই কাজটা করতে পেরে আমি খুবই উত্তেজিত।’’ জানা গিয়েছে, কলকাতায় যে সমস্ত পর্বে শুটিং হবে সেখানে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অপরাজিতা। অন্য দিকে, মফস্‌সলের পর্বে সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে বিশ্বনাথকে।

313385412 7087316651362616 4474429666495611923 n.jpg? nc cat=104&ccb=1 7& nc sid=730e14& nc ohc=mpti3GJOYZUAX9k6C1k&tn= 08nlC6JbYDp99VL& nc ht=scontent.fccu31 1

বিশ্বনাথ সংবাদমাধ্যমকে জানান, ‘‘আমি কলকাতার বাইরে থেকে এসেছিলাম। পৌষপার্বণ উৎসব থেকে শুরু করে ইতু পুজো। ফুটবল বা ক্যারাম প্রতিযোগিতা। ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান বা গ্রন্থাগারের নস্টালজিয়া- বাঙালির জীবনের গল্পগুলি এখনও কিন্তু মফস্‌সল ধরে রেখেছে। এগুলোর সঙ্গে আমি অত্যন্ত পরিচিত। তাই কাজটা করতে বেশ ভাল লাগছে।’’

Titli Bhattacharya