বাংলা সিরিয়ালের দুনিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো টিআরপি (TRP) । টেলিভিশন রেটিং পয়েন্ট নির্ধারণ করে দেয় কোন ধারাবাহিক চলতি সপ্তাহে কত নম্বর পেয়েছে। এবং সেই নম্বরের বিচারেই বোঝা যায় ধারাবাহিকের জনপ্রিয়তা। আর প্রত্যেক বৃহস্পতিবার সমস্ত বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক ফল প্রকাশ হয়।
তবে প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকা যে একই রকম থাকে এমনটা একেবারেই নয় তবে হ্যাঁ, কোন কোন সপ্তাহ ব্যতীত বিশাল পরিবর্তন টিআরপিতে দেখা যায় না একটা ধারাবাহিকতা চলতেই থাকে। এই যেমন কোনও ধারাবাহিক প্রথম স্থান থেকে ছিটকে একেবারে সপ্তম অষ্টম স্থানে পৌঁছে যেতে পারেনা। নয় প্রথম বা দ্বিতীয় স্থানে বা তৃতীয় স্থানে লড়াই চলে।
তবে বেশ অনেকদিন যাবত ব্যাপী টিআরপি তালিকায় একটি স্থানে পাকাপাকিভাবে একটি ধারাবাহিক জায়গা করে নিয়েছে। আর সেই ধারাবাহিকটি হলো, স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। পর পর অবশ্য রয়েছে জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু এবং সন্ধ্যাতারা। যদিও পঞ্চম স্থানের এই লড়াইয়ে কখনও রাঙা বউ এগিয়ে যায় তো কখনও সন্ধ্যাতারা। যেরকম দু সপ্তাহ পিছিয়ে পড়ার পর চলতি সপ্তাহে আবারও পঞ্চম স্থানে ফিরে এসেছে অন্বেষা হাজরা অভিনীত ধারাবাহিক সন্ধ্যাতারা।
প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি সপ্তাহে একটি ধারাবাহিকের অন্তিম টিআরপি ছিল। আর সেটি হল ব্লুজ প্রোডাকশনের ধারাবাহিক জি বাংলার পর্দায় সম্প্রচারিত হওয়া মুকুট। এই ধারাবাহিকের অন্তিম সপ্তাহের টিআরপি ৪.৭। চলতি সপ্তাহে অত্যন্ত নিম্নমুখী টিআরপি জি বাংলার ধারাবাহিক গৌরী এলো’র একটা সময় টিআরপি শ্রেষ্ঠ এই ধারাবাহিকের চলতি সপ্তাহের টিআরপি ৪.২। বন্ধ হয়ে যাওয়া মুকুট ধারাবাহিকের থেকেও কম টিআরপি এই ধারাবাহিকটির।
চলতি সপ্তাহেও স্টার জলসার তোমাদের রানীর কাছে স্লট হারা হয়েছে এই ধারাবাহিকটি। একই সঙ্গে কমটি আরবি যুক্ত সিরিয়ালের তালিকায় রয়েছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া এবং রামপ্রসাদ। গাঁটছড়ার টিআরপি ৩.৭ এবং রামপ্রসাদ ৩.১। অচিরেই এই তিন ধারাবাহিক বন্ধ হবে এমনটাই মনে করা হচ্ছে। দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৭
২য় •• জগদ্ধাত্রী ৮.২
৩য় •• ফুলকি ৭.৯
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৮
৫ম •• সন্ধ্যাতারা ৭.৩