জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: টিআরপিতে নামল ধস! ব্যাপক হারে বদল তালিকায়! জলসাকে হারিয়ে জয়জয়কার জি বাংলার

বৃহস্পতিবারের ফলাফলের দিকে তাকিয়ে থাকেন সমস্ত ধারাবাহিক প্রেমীরাই। আসলে সাপ্তাহিক ফলাফল প্রকাশ হয় এই বৃহস্পতিবারে‌ই। কখনও কখনও অবশ্য শুক্রবারেও ফলপ্রকাশ হয়ে থাকে। বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে এই টিআরপি তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ধারাবাহিক কত নম্বর পেল সেটা দেখতে হবে যে!

তবে প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় যে বিরাট রদবদল হয় এমনটা একেবারেই নয়। মোটামুটি একই রকম থাকে। তবে কোন‌ও কোন‌ও সপ্তাহের পরিবর্তন দেখলে চক্ষু ছানাবড়া হতে বাধ্য! আর সেটাই হয়েছে এই সপ্তাহে। এই সপ্তাহের টিআরপি দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন দর্শকরা।

যে ধারাবাহিকটি টিআরপিতে কার্যত প্রথম স্থান দীর্ঘ কয়েক মাস ধরে পাকা করে ফেলেছিল সেই ধারাবাহিকটি মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রথম স্থান থেকে ছিটকে নেমে গেছে পঞ্চম স্থানে। হ্যাঁ অবশ্যই কথা বলছি অনুরাগের ছোঁয়ার। গত সপ্তাহেও যে ধারাবাহিকটি ৮.৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেছিল চলতি সপ্তাহে সেই ধারাবাহিকটিই ৬.২ রেটিং পয়েন্ট পেয়ে একেবারে পঞ্চম স্থানে নেমে গেছে।

এই সপ্তাহে টিআরপি জুড়ে শুধুই জি বাংলার জয় জয়কার। প্রথম থেকে চতুর্থ স্থান পর্যন্ত চারটি ধারাবাহিক‌ই জি বাংলার। চলতি সপ্তাহে ৬.৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থান অর্জন করেছে জগদ্ধাত্রী। এরপর রয়েছে নিম ফুলের মধু, ফুলকি, কার কাছে ক‌ই মনের কথা। অনুরাগের ছোঁয়ার বিপরীতে মাথা তুলে দাঁড়াতে না পাড়লেও নতুন স্লটে ফিরতেই চমক দিয়েই চলেছে ইচ্ছে পুতুল।‌ এই সপ্তাহেও টিআরপিতে স্টার জলসার তোমাদের রানীকে হারিয়ে ৫.১ রেটিং পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক কামাল করে দিয়েছে। মূলত বিশ্বকাপের জন্য টিআরপির নম্বরে ধস নেমেছে বলে মনে করা হচ্ছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

1st •• জগদ্ধাত্রী ৬.৭
2nd •• নিম ফুলের মধু ৬.৫
3rd •• ফুলকি ৬.৪
4th •• কার কাছে কই মনের কথা ৬.৩
5th •• অনুরাগের ছোঁয়া ৬.২

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।